ভারত-পাকিস্তান উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব রাশিয়ার
ছবি: সংগৃহীত
কাশ্মীর নিয়ে নয়া দিল্লি ও ইসলামাবাদের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রাশিয়া।
রবিবার (০৪ মে) পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে এক ফোনালাপে এই প্রস্তাব দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মস্কো ভারত ও পাকিস্তানের মধ্যেকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দেশ দুটির মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠায় সহায়তা করতে আগ্রহী। দক্ষিণ এশিয়ার এই দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনায় মস্কো উদ্বিগ্ন এবং মধ্যস্থতাকারীর ভূমিকা পালনে প্রস্তুত রয়েছে।
আরও পড়ুন: কাশ্মীরে গাড়ি খাদে পড়ে ভারতীয় ৩ সেনা নিহত
গত ২২ এপ্রিল ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরে একটি সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনার জেরে দুই দেশই সীমান্তে সামরিক শক্তি বৃদ্ধি করেছে এবং গত দশ দিন ধরে থেমে থেমে গোলাগুলির খবর পাওয়া যাচ্ছে। পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে পরস্পরের জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়ায়। এছাড়া, ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে এবং চেনাব নদীর পানিপ্রবাহ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে, যা দ্বিপাক্ষিক সম্পর্কে চরম অবনতি ঘটিয়েছে।
কাশ্মীরের হামলাটিকে ২০০৮ সালের মুম্বাই হামলার পর ভারতে সবচেয়ে মারাত্মক সন্ত্রাসী হামলা হিসেবে দেখা হচ্ছে।
রাশিয়া এর আগেও আন্তর্জাতিক সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেছিলেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সহায়তার প্রস্তাব দিয়েছিলেন।
বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়ার এই প্রস্তাব দেশটির ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির অংশ। পাকিস্তানের পাশাপাশি ইরানের সঙ্গেও মস্কোর সুসম্পর্ক রয়েছে। একইসঙ্গে কৌশলগত কারণে ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক বজায় রাখতে চায় রাশিয়া। মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব কিছুটা কমে আসছে বুঝতে পেরে এবং সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রে মিত্রদের সরাসরি সামরিক সহায়তা দেওয়ার সীমাবদ্ধতা উপলব্ধি করে রাশিয়া কূটনৈতিক মধ্যস্থতার মাধ্যমে নিজেদের প্রাসঙ্গিকতা বজায় রাখতে চাইছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: রয়টার্স
নিউজবাংলাদেশ.কম/পলি








