কাশ্মিরে হামলার পর সৌদি সফর সংক্ষিপ্ত করে ভারতে ফিরলেন মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
ভারত-শাসিত জম্মু-কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হয়েছেন এবং ১৭ জন আহত হয়েছেন। এই হামলাকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে বেসামরিক নাগরিকদের ওপর সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে । মঙ্গলবার (২২ এপ্রিল) কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বাইসারান এলাকায় ঘটে এ ঘটনা।
বুধবার (২৩ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
হামলার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন। তিনি দিল্লিতে 'ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি'র (CCS) জরুরি বৈঠকে সভাপতিত্ব করবেন বলে জানা গেছে ।
হামলার দায় স্বীকার করেছে 'কাশ্মীর রেজিস্ট্যান্স' নামক একটি বিদ্রোহী গোষ্ঠী, যারা কাশ্মীরে বাইরের লোকদের বসবাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ।
আরও পড়ুন: এশিয়ার ৪ দেশের সোলার প্যানেলে নতুন শুল্কারোপ ট্রাম্পের
এই ঘটনার পর আন্তর্জাতিক মহল থেকে নিন্দা জানানো হয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার নিন্দা জানিয়েছেন এবং ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন ।
কাশ্মীরের এই হামলা ভারতের নিরাপত্তা পরিস্থিতি এবং সন্ত্রাসবিরোধী পদক্ষেপ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। সরকারি পর্যায়ে উচ্চপর্যায়ের বৈঠক ও তদন্ত শুরু হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








