দেশে নাসার স্পেস অ্যাপস চ্যালেঞ্জ, নির্বাচিত হলে নিউইয়র্কে
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আয়োজনে দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০১৫। এতে অংশগ্রহণকারীদের মধ্য থেকে নির্বাচিত ৪টি দল নিউইয়র্কে অনুষ্ঠিত চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে।
এপ্রিলের ১০ ও ১১ তারিখে ঢাকা ও চট্টগ্রামে বসবে এই প্রতিযোগিতার আসর। ভ্যেনু হিসেবে বেছে নেওয়া হয়েছে- রাজধানী ঢাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও চট্টগ্রামে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি (আইআইইউসি)। তবে অনলাইনেও প্রতিযোগীরা অংশ নিতে পারবেন।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এই প্রতিযোগিতার বাংলাদেশ অংশের আয়োজক। বাস্তবায়ন করবে বেসিস স্টুডেন্টস ফোরাম।
আয়োজকরা জানান, ডেভেলপার, ইঞ্জিনিয়ার, ডিজাইনারসহ বিভিন্ন পেশার আগ্রহীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। অংশগ্রহণকারীদের আর্থ, আউটার স্পেস, হিউম্যান, রোবোটিক্সসহ ডজনখানেক সমস্যার সমাধান করতে হবে। প্রতিযোগিতায় নির্বাচিত অংশগ্রহণকারীদের সদন দেওয়া হবে। অার নির্বাচিত ৪টি দল নিউইয়র্কে অনুষ্ঠিত চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে।
প্রতিযোগিতার বাংলাদেশ পর্বে অংশ নিতে হলে নিম্নের ওয়েব ঠিকানায় গিয়ে নাম নিবন্ধন করতে হবে-
https://docs.google.com/forms/d/1wBO7zJCFWRfdB35UxTUChy_l0hb3XaIFs1ilV9D-ZB4/viewform
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








