News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৩৬, ২৪ মার্চ ২০১৯
আপডেট: ১৩:৪৬, ৭ ফেব্রুয়ারি ২০২০

বক্স অফিসে ঝড় তুলেছে ‘কেসারি’

বক্স অফিসে ঝড় তুলেছে ‘কেসারি’

মুক্তির প্রথম দিনেই অক্ষয় কুমার অভিনীত ‘কেসারি’ ২১ কোটি রুপি আয় করে বক্স অফিসে ঝড় তুলেছে। এ বছর প্রথমবারের মতো ভারতীয় কোনও চলচ্চিত্রের জন্য সর্বোচ্চ আয়ের রেকর্ড এটি।

জি-নিউজ জানায়,  ১৮৯৭ সালের সারাগড়ের যুদ্ধের ওপর নির্মিত এই চলচ্চিত্রটি গত বৃহস্পতিবার অক্ষয় কুমার তার ভক্তদের উপহার দেন। প্রায় ৮০ কোটি রুপি ব্যয়ে নির্মিত ছবিটিও প্রথম দিনেই চমক লাগিয়ে দেয়। 

অনুরাগ সিং পরিচালিত এই চলচ্চিত্রে অক্ষয়ের বিপরীতে অভিনয় করেছেন পরিনীতি চোপড়া।

বক্স অফিস বিশেষজ্ঞ তারাণ আদর্শ এটিকে ২০১৯ সালের সেরা সূচনা উল্লেখ করে টুইট করেন, ‘কেসারিরা...বক্স অফিসে রীতিমতো আগুন ধরিয়ে দিয়েছে।’

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়