News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪২, ২৯ মার্চ ২০১৫
আপডেট: ২০:৫৮, ১৮ জানুয়ারি ২০২০

পাবনায় ১৭ শহীদ স্মরণে স্মৃতিসৌধ হচ্ছে

পাবনায় ১৭ শহীদ স্মরণে স্মৃতিসৌধ হচ্ছে

পাবনা: ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু বলেছেন, “পাবনার মাধপুরে মহান মুক্তিযুদ্ধে ১৭ শহীদ স্মরণে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অর্থায়নে একটি স্মৃতিসৌধ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য সম্প্রতি মাধপুর বটগাছ সংলগ্ন স্থানে স্মৃতিসৌধের জন্য ১০ কাঠা জমিও কেনা হয়েছে।”

রোববার দুপুরে পাবনার দাপুনিয়া ইউনিয়নের মাধপুর ঐতিহাসিক বটতলায় পাকসেনাদের সাথে সম্মুখ যুদ্ধে ১৭ শহীদ মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

স্মৃতি রোমন্থন করে ভূমিমন্ত্রী বলেন, “২৮ মার্চ পাকসেনাদের সাথে পাবনার পুলিশ ও জনগণের তুমুল যুদ্ধ হয়। এতে আহত হয় পাকিস্তানি সেনা। ২৯ মার্চ পাকি সেনারা আহত সৈন্যদের পাবনা থেকে উদ্ধার করে দাশুড়িয়া ও বনপাড়া হয়ে রাজশাহী যাচ্ছে-এমন কথা শোনার পর আমার নেতৃত্বে ছাত্র-শিক্ষকসহ হাজার হাজার জনতা তাৎক্ষণিক পরিকল্পনা নিয়ে তীর-ধনুক, অস্ত্র-শস্ত্র নিয়ে পাক সেনাদের ওপর হামলার জন্য মাধপুরে যাই। পাক সেনা বহরের আগমন দেখে আমরা ঐতিহ্যবাহী মাধপুরের বটগাছ তলায় পজিশন নিয়েছিলাম। শুরু হয় দুপক্ষের লড়াই। পাক সেনাদের ভারি অস্ত্রের মুখে আমাদের দেশীয় অস্ত্র ও হাতের তৈরি বোমা তুচ্ছ হয়ে পড়ে। ওদের মর্টার শেল ও ভারি অস্ত্রের কাছে আমাদের শত শত মানুষ আহত হয় এবং ১৭ জন শহীদ হন।”

মন্ত্রী বলেন, “প্রতিবছর ২৯ মার্চ আমরা মাধপুর বটতলায় আসি সেই শহীদদের স্মরণ করতে।”

স্থানীয় মুক্তিযোদ্ধা লাবু সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে  ছিলেন-পাবনা সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, ঈশ্বরদী উপজেলার সাবেক চেয়ারম্যান নূরুজ্জামান বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক, পাবনা জেলার মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল বাতেন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলনের পর মন্ত্রী মাধপুর বটগাছ তলায় একটি বটগাছের চারা রোপণ করেন।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়