সংকেত না মানায় ৩ ছাত্রলীগ কর্মীকে গুলি, মামলা
রাজশাহী: ট্রাফিক সংকেত অমান্য করে পালানোর কারণে রাজশাহীতে ছাত্রলীগের তিনকর্মীকে গুলি করে পুলিশ।
পরে তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনার কথা বলে ভর্তি হলে পুলিশ তাদের গ্রেফতার করে।
এ ঘটনায় রোববার পুলিশ বাদী হয়ে তিন ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
শনিবার সন্ধ্যায় এঘটনার পর পুলিশ মুখ না খুললেও রোববার এ ঘটনা সাংবাদিকদের জানায় পুলিশ।
গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার ছাত্রলীগ কর্মীরা হলেন, রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুস সবুর শুভ (২০), মহানগরীর কাজীহাটা এলাকার ফতুল্লা খানের ছেলে হাবিবুল্লাহ খান পারভেজ (২৬) ও নর্দান ইউনিভার্সিটির বিবিএ শিক্ষার্থী নওগাঁর আত্রাই উপজেলার শিমুলগাছি এলাকার আনোয়ার হোসেনের ছেলে সানোয়ার হোসেন তুষার (২২)।
রাজপাড়া থানার ওসি মেহেদী হাসান জানান, “শনিবার সন্ধ্যার পর ওই তিন ছাত্রলীগ কর্মী একটি মোটরসাইকেলে চড়ে শহরে ঢোকে। কাশিয়াডাঙা মোড়ের চেকপোস্টে পুলিশ তাদের থামার জন্য সংকেত দেয়। তারা সংকেত অমান্য করে চলে যাওয়ার চেষ্টা করে। ওই সময় তারা ব্যাগ থেকে অস্ত্র সদৃশ কিছু বের করার চেষ্টা করলে পুলিশ আত্মরক্ষার্থে রাবার বুলেট নিক্ষেপ করে।”
ওসি জানান, “ছাত্রলীগ কর্মীরা পুলিশের গুলিতে আহত হয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে অহত অবস্থায় তারা সড়ক দুর্ঘটনার কথা বলে রাজশাহী মেডিকেলে ভর্তি হয়। রাবার বুলেটের আঘাত দেখে চিকিৎসকদের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। চিকিৎসাধীন অবস্থায় পুলিশ তাদের গ্রেফতার করে “
ওসি আরও জানান, ট্রাফিক পুলিশের সার্জেন্ট মাহাবুব হোসেন বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় বেপরোয়াভাবে যান চলাচল, পুলিশের কাজে বাধা ও অপরাধ মূলক কাজ করার অভিযোগ আনা হয়েছে।”
রাজপাড়া থানার এসআই শরিফুল ইসলাম এ মামলাটি তদন্ত করছেন বলে পুলিশ জানায় ।
এ বিষয়ে রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ জানান, “ঘটনাটি তিনি শুনেছেন। তবে কেনো তারা গুলিবিদ্ধ হয়েছেন, সে সম্পর্কে কোনো কিছু তার জানা নেই।”
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








