News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৪, ২৯ মার্চ ২০১৫
আপডেট: ২০:৫৯, ১৮ জানুয়ারি ২০২০

মৎস্য সম্পদ উন্নয়নে সহযোগিতা চায় সুদান

মৎস্য সম্পদ উন্নয়নে সহযোগিতা চায় সুদান

ঢাকা: সুদানের মৎস্য সম্পদ উন্নয়নে বাংলাদেশের অভিজ্ঞতাকে কাজে লাগানোর পাশাপাশি এ খাতের উন্নয়নে সহযোগিতা চেয়েছেন সুদানের রাষ্ট্রদূত ড. হাসান ই.ইআই তালিব।

রোববার বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের সাথে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের সমবর্তী দায়িত্বপ্রাপ্ত সুদানের রাষ্ট্রদূত ড. হাসান ই. ইআই তালিব মত বিনিময় কালে এ সহায়তা চান।

রাষ্ট্রদূত মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন।

মৎস্য চাষে সুদান বাংলাদেশের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারে বলে রাষ্ট্রদূত মনে করেন।


সুদানের নদী-নালায় ব্যাপকভাবে মৎস্য চাষের উন্নয়ন সম্ভব। এক্ষেত্রে সুদান যৌথভাবেও উদ্যোগ গ্রহণে আগ্রহী। রাষ্ট্রদূত সুদানে বাংলাদেশের বিশেষজ্ঞদের মাধ্যমে জরিপ করে দুদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের অনুরোধ করেন।

নিউজবাংলাদেশ.কম/টিআইএস/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়