স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: স্বামী আটক
নেত্রকোনা: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় শিপা আক্তার (২০) নামে এক স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে পাষণ্ড স্বামী। পুলিশ হারুন-অর-রশিদ নামে ওই ঘাতক স্বামীকে আটক করেছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উপজেলার রামনগর এলাকায়।
এ ঘটনায় শুক্রবার শিপা আক্তারের পিতা সামছুল হক বাদী হয়ে হারুন-অর-রশিদসহ ৪ জনকে আসামী করে কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, “প্রায় এক বছর আগে উপজেলার দলপা ইউনিয়নের চাতল গ্রামের মৃত মিরাজ আলীর ছেলে হারুন-অর-রশিদের সঙ্গে পার্শ্ববর্তী গড়াডোবা ইউনিয়নের কাটাহুশিয়া গ্রামের সামছুল হকের মেয়ে শিপা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর স্বামী-স্ত্রীর মধ্যে মতানৈক্য ও দাম্পত্য কলহ দেখা দেয়। স্বামী হারুন অর রশিদ স্ত্রী শিপা আক্তারকে সব সময় অবহেলা ও অবজ্ঞা করত এবং প্রায়ই শিপা আক্তারকে তার স্বামী বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করত।”
অভিযোগ করা হয়,“ঘটনার দিন বৃহস্পতিবার রাতে তারা স্বামী-স্ত্রী ঢাকার বাসা থেকে কেন্দুয়া উপজেলার চাতল গ্রামের বাড়িতে যাওয়ার পথে রামনগর নামক এলাকায় স্ত্রী শিপা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী হারুন অর রশিদ।”
হারুন অর রশিদ ঢাকা সেনানিবাসের বেসামরিক সদস্য (পাচক) হিসেবে কর্মরত বলে জানা যায়।
খবর পেয়ে শুক্রবার দুপুরে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খান মো. আবু নাসের, সহকারী পুলিশ সুপার সুরত আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিরঞ্জন দেব জানান, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং স্বামী হারুন-অর-রশিদকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।”
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








