পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
পাবনা: পাবনা সদর উপজেলার গাছপাড়ায় সড়ক দুর্ঘটনায় আরিফ হোসেন (৩২) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ঘরনাগরা গ্রামের শুকুর আলীর ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, “ঘটনার সময় মোটর সাইকেল যোগে বাড়ি থেকে শহরে যাবার পথে গাছপাড়া নামক স্থানে শ্যালো ইঞ্জিন চালিত করিমনের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়েন আরিফ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক জানান, “দুর্ঘটনায় কেউ নিহত হওয়ার খবর আমাদের জানা নেই।”
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








