শামীম ওসমান জনগণের কাছে দায়বদ্ধ: লিপি
জনগণের জন্য রাজনীতি করতে হলে ক্ষমতায় আসতে কোনও নাশকতার প্রয়োজন নেই। একথা মনে করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের সহধর্মীনি সালমা ওসমান লিপি।
বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লাস্থ হাজী শামসুদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
স্কুলের সভানেত্রী নাসরিন হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী জালাল উদ্দিন, সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আব্দুল মতিন প্রধান, ওমর ফারুক ফাউন্ডেশনের চেয়ারম্যান ওমর ফারুক, নাসিক (নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন) কাউন্সিলর আব্দুর রহিম, সিদ্ধিরগঞ্জ-আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি ছামাদ বেপারী, বিশিষ্ট শিক্ষানুরাগী এলাহী বক্স সরকার প্রমুখ।
লিপি তার বক্তব্যে আরো বলেন, “মানুষ পুড়িয়ে হত্যা করা হচ্ছে বিএনপির রাজনীতি। খালেদা জিয়ার হাত ধরে জামায়াত এদেশে প্রতিষ্ঠিত হচ্ছে। আওয়ামী লীগ জনগণের জন্য রাজনীতি করে। আওয়ামী লীগ জনগণের পাশে আছে এবং থাকবে।”
আপনাদের উন্নয়নের জন্য শামীম ওসমান কাজ করছেন উল্লেখ করে তিনি বলেন, “শামীম ওসমান আপনাদের জনগণের কাছে ওয়াদাবদ্ধ। এলাকার সকল উন্নয়নের জন্য তিনি আপনাদের পাশে থাকবেন। আপনারা তার জন্য দোয়া করবেন।”
লিপি ওসমান আরো বলেন, “বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অহেতুক আন্দোলন জনগণ সমর্থন করে না। মানুষ এখন প্রতিবাদী হয়ে উঠেছে। বিএনপির আন্দোলনকে আর ভয় করে না। অপপ্রচার সামান্য সময়ের জন্য বিভ্রান্ত করতে পারে।”
সারাদেশে চলমান নাশকতার সমালোচনা করে তিনি বলেন, “চারিদিকে শুধু দগ্ধ মানুষের কান্না। তাদের এই নাশকতায় বিধবা হচ্ছেন মহিলারা, পিতা-মাতা হারা হচ্ছে নিষ্পাপ শিশু। যারা মারা গেছেন, হয়তো তারাই ছিলেন ওই পরিবারের একমাত্র উপার্যনক্ষম ব্যক্তি।”
তিনি দলমত নির্বিশেষে সবাইকে সন্ত্রাসী ও নাশকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
নিউজবাংলাদেশ.কম/একে
নিউজবাংলাদেশ.কম








