News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৯, ২৭ মার্চ ২০১৫
আপডেট: ১৯:৩৭, ১৮ জানুয়ারি ২০২০

রান্নাঘরের পাশ থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

রান্নাঘরের পাশ থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

যশোর: লোন অফিসপাড়ার একটি বাড়ির রান্নাঘরের পাশ থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। কঙ্কালটি ৩০-৪০ বছরের পুরনো বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা নিউজবাংলাদেশকে জানায়, ওই এলাকার রমজান আলীর বাড়ির রান্নাঘরের পাশে চলার পথটিতে মানুষের মাথার খুলির মতো কিছু দেখতে পান এক ভিক্ষুক। এরপর তিনি বিষয়টি বাড়ির লোকজনকে জানান।

সূত্র আরো জানায়, ওই বাড়ির মহিলারা খুনতি দিয়ে মাটি খুঁড়ে মাথার খুলির কিছু অংশ তোলেন। এরপর শুক্রবার সকালে বাড়ির লোকজন ওই স্থানটি খুঁড়ে মানুষের হাত-পা ও মাথার খুলিসহ বিভিন্ন অংশের হাড় উদ্ধার করে।

এ ঘটনার পর পরই বাড়ির লোকজন থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়