News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩৬, ২২ ফেব্রুয়ারি ২০১৬
আপডেট: ২২:২২, ৩ ফেব্রুয়ারি ২০২০

ডিবির ফাঁদে ৮ ভুয়া ডিবি

ডিবির ফাঁদে ৮ ভুয়া ডিবি

ঢাকা: রাজধানীতে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ফাঁদে ধরা পড়েছে আট ভুয়া ডিবি। এসময় তাদের কাছ থেকে মনোগ্রাম সংবলিত গোয়েন্দা পুলিশের জ্যাকেট, হ্যান্ডকাপ, ওয়াকিটকি, খেলনা পিস্তল ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

সোমবার সকালে আটকের তথ্যটি নিউজবাংলাদেশকে নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সর্দার।

যাত্রাবাড়ী থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “সোমবার ভোররাত পৌনে ৫টায় রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল মাতৃসদনের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তারা ডিবি পরিচয় দিয়ে অপরাধ কার্যক্রম চালাচ্ছিল।”

গ্রেফতারকৃতরা হলো, শহীদুল ইসলাম মাঝি ওরফে শহীদ ওরফে কামরুল মাঝি, ইউসুফ কাজী,  মোঃ আব্দুল মালেক,  মালেক চৌধুরী, জাহাঙ্গীর আলম ওরফে জাহাঙ্গীর, ইয়াসিন, বাদল ও আব্বাস আলী ড্রাইভার।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পুলিশকে জানায়, একাজে তারা সাত-আট বছর ধরে জড়িত। দেশি অস্ত্রে সজ্জিত হয়ে তারা বিভিন্ন রাস্তায় যাত্রীবাহী বাস আটকায়। এরপর ডিবি পরিচয়ে যাত্রীদের টাকা, সোনার গয়না ও অন্যান্য মালামাল লুণ্ঠন করে।

জিজ্ঞাসাবাদে তারা আরো জানায়, রাজধানীসহ আশপাশের এলাকায় তারা এ ধরনের ডাকাতি করে থাকে। মহানগরসহ দেশের  বিভিন্ন জেলায় তাদের নামে একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়