মার্কিন সামরিক ঘাঁটিতে বন্দুক হামলায় আহত ৫, লকডাউন জারি

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত ফোর্ট স্টুয়ার্ট সেনাঘাঁটিতে এক বন্দুকধারীর হামলায় অন্তত পাঁচজন সেনা সদস্য আহত হয়েছেন। হামলার পরপরই পুরো ঘাঁটিতে সাময়িক লকডাউন জারি করা হয়। ঘটনার পরপরই সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে সামরিক কর্তৃপক্ষ। বর্তমানে ঘাঁটির নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
আলজাজিরা ও অ্যাসোসিয়েটেড প্রেসসহ আন্তর্জাতিক ও স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুসারে, বুধবার (৬ আগস্ট) স্থানীয় সময় সকাল ১০টা ৫৬ মিনিটে ফোর্ট স্টুয়ার্টের আর্মার্ড ব্রিগেড কমব্যাট টিম (ABCT) এলাকায় গুলির শব্দ পাওয়া যায়। ঠিক ৮ মিনিট পর, সকাল ১১টা ০৪ মিনিটে সামরিক ঘাঁটিটি সম্পূর্ণরূপে লকডাউন করে দেওয়া হয় এবং ১১টা ৩৫ মিনিটে সন্দেহভাজন হামলাকারীকে আটক করে নিরাপত্তা বাহিনী।
গুলিবিদ্ধ পাঁচজন সেনাকে প্রথমে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে দ্রুত উইন আর্মি কমিউনিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হলেও, শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ মারা যায়নি। তবে তাদের নির্দিষ্ট পরিচয় বা স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা প্রকাশ করা হয়নি।
সতর্কতা হিসেবে ঘাঁটির ভেতরে অবস্থিত এবং আশপাশের তিনটি বেসামরিক স্কুলও লকডাউন করা হয়।
লিবার্টি কাউন্টি স্কুল কর্তৃপক্ষ জানায়, প্রায় এক ঘণ্টা লকডাউন কার্যকর ছিল।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, সামরিক সদস্যরা দ্রুত হামলাস্থল ত্যাগ করছেন এবং আশপাশে পুলিশ ও সেনা যানবাহনের উপস্থিতি বাড়ানো হয়েছে।
সন্দেহভাজন বন্দুকধারীর পরিচয় বা হামলার উদ্দেশ্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি কর্তৃপক্ষ। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং এফবিআইয়ের আটলান্টা অফিসও ঘটনাটি নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় বিমান বিধ্বস্তে নিহত ৪
লেফটেন্যান্ট কর্নেল অ্যাঞ্জেল টমকো বলেন, আমরা পরিস্থিতি মূল্যায়ন করছি এবং এখনো সক্রিয় বন্দুকধারীর উপস্থিতি আছে কি না, তা নিশ্চিত করছি।
তবে ঘাঁটির এক বিবৃতিতে বলা হয়েছে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী বর্তমানে কমিউনিটির জন্য কোনো হুমকি নেই।
ফোর্ট স্টুয়ার্ট সেনাঘাঁটি জর্জিয়ার সাভান্না শহর থেকে প্রায় ৬৪ কিলোমিটার (৪০ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। এটি যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীর পূর্ব অংশে অবস্থিত সবচেয়ে বড় সেনাঘাঁটি এবং মার্কিন সেনাবাহিনীর ৩য় ইনফ্যান্ট্রি ডিভিশনের হাজার হাজার সদস্য ও তাদের পরিবার সেখানে বসবাস করেন।
ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয় এবং তিনি নিয়মিত আপডেট পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট।
জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক বিবৃতিতে বলেন, আজকের মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আমরা আহতদের, তাদের পরিবার ও যারা দায়িত্ব পালনে এগিয়ে এসেছেন, তাদের কথা হৃদয়ে রাখছি ও প্রার্থনা করছি। জর্জিয়ার সবাইকে অনুরোধ করছি, যেন তারাও প্রার্থনায় অংশ নেন।
ফোর্ট স্টুয়ার্ট ঘাঁটির অন্তর্ভুক্ত এলাকার কংগ্রেসম্যান বাডি কার্টার এক বিবৃতিতে বলেন, ঘটনার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমাদের সাহসী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, সব সেনা সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে ঘাঁটির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি হিসেবে অভ্যন্তরীণ প্রটোকল পর্যালোচনা করা হচ্ছে।
ফোর্ট স্টুয়ার্ট কমান্ড জানিয়েছে, ঘটনার সার্বিক মূল্যায়ন ও সংশ্লিষ্ট সব সংস্থার সহায়তায় তদন্ত চলবে যতদিন না পুরো ঘটনা পরিস্কার হয়।
নিউজবাংলাদেশ.কম/পলি