রিজভীর দুঃখপ্রকাশ ও নির্বাচনী বার্তা

ফাইল ছবি
৬ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিজয় মিছিলের কারণে দেশের বিভিন্ন স্থানে সৃষ্ট জনদুর্ভোগ ও নিরাপত্তা বিঘ্নের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৭ আগস্ট) উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহত মাসুমা বেগমের বাড়িতে উপস্থিত হয়ে এ কথা জানান তিনি।
এসময় নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, মাইলস্টোন ট্রাজেডিতে নিহত মাসুমা বেগমের পরিবারের ছোট ছেলে আব্দুল্লাহর লেখাপড়া ও চাকরির ব্যবস্থা করার দায়িত্ব নেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা বিএনপি পরিবার হিসেবে নিহতের পরিবারকে সহযোগিতা করব।
বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, দেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে রমজানের আগেই নির্বাচন ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ ষোল বছর পর ভোটাধিকার ফিরে আসায় দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বিএনপি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার জন্য সবরকম সহযোগিতা করবে।
আরও পড়ুন: তারেক রহমানের দেশে ফেরার সময় নিয়ে মিলল স্পষ্ট ইঙ্গিত
রুহুল কবির রিজভী এনসিপি নেতাদের কক্সবাজার সফর ও কূটনৈতিক বৈঠক নিয়ে উত্থাপিত গুজব ও ষড়যন্ত্রমূলক তথ্যের প্রতি সতর্কতা ও তীব্র প্রতিবাদ জানান।
তিনি বলেন, এনসিপি নেতারা যেকোনো জায়গায় যেতে পারেন এবং কূটনৈতিকদের সঙ্গে বৈঠক করতেও পারেন। কিন্তু লুকোচুরি এবং গুজব ছড়িয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলছে। জবাবদিহিতা না থাকার কারণে এমন দুর্ঘটনা ও গুজব সৃষ্টি হচ্ছে। দেশের জনগণ একটি স্বচ্ছ ও জবাবদিহিতাপূর্ণ শাসন ব্যবস্থা চায়, যেখানে প্রত্যেক ক্ষেত্রেই সরকারের জবাবদিহিতা থাকবে।
তিনি বলেন, বিএনপি ও জনগণ মিলিতভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে। দীর্ঘ সময় ভোটের অধিকার বঞ্চিত থাকার পর জনগণ এখন তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে এবং এটি দেশের গণতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
এ প্রসঙ্গে নির্বাচন কমিশনে প্রধান উপদেষ্টা আয়োজিত চিঠি দেওয়ার মাধ্যমে নির্বাচন প্রস্তুতির সূচনা হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে দেশের জনগণের আশা একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন। আমরা সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছি।
সাম্প্রতিক ঘটনার আলোকে রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষের শান্তি ও উন্নতির জন্য সরকারি কর্মকাণ্ডে জবাবদিহিতা নিশ্চিত করা অত্যাবশ্যক। সরকার ও প্রশাসনকে এখন জনগণের প্রতি দায়বদ্ধ হতে হবে।
মাইলস্টোন স্কুল বিমান দুর্ঘটনায় নিহত মাসুমা বেগমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি দুঃখ প্রকাশ করেন এবং এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সরকারী তদারকি ও নিরাপত্তা ব্যবস্থার উন্নতি করার আহ্বান জানান।
নিউজবাংলাদেশ.কম/পলি