News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৫০, ৭ আগস্ট ২০২৫

নারী ফুটবলে বাংলাদেশের ইতিহাস, ফিফা র‌্যাঙ্কিংয়ে রেকর্ড উন্নতি

নারী ফুটবলে বাংলাদেশের ইতিহাস, ফিফা র‌্যাঙ্কিংয়ে রেকর্ড উন্নতি

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই অর্জনের হাত ধরেই ২০২৭ নারী বিশ্বকাপে খেলার সম্ভাবনাও উঁকি দিচ্ছে ঋতুপর্ণা-আফিদাদের সামনে। মাঠের পারফরম্যান্সে উজ্জ্বল লাল-সবুজ প্রতিনিধিরা এবার নিজেদের সাফল্য তুলে ধরেছে ফিফার নারী র‌্যাঙ্কিংয়েও।

বৃহস্পতিবার (৭ আগস্ট) প্রকাশিত ফিফা নারী র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ এক লাফে ২৪ ধাপ এগিয়ে উঠে এসেছে ১০৪ নম্বরে, যা দেশের ফুটবল ইতিহাসে র‌্যাঙ্কিংয়ের সর্বোচ্চ অবস্থান। শুধু ধাপেই নয়, পয়েন্টেও রেকর্ড—বাংলাদেশ পেয়েছে অতীতের সর্বোচ্চ ৮০.৫১ পয়েন্ট। র‌্যাঙ্কিংয়ে এত বড় অগ্রগতি কখনও হয়নি বাংলাদেশের। এ কারণেই ফিফা তাদের অফিসিয়াল বিবৃতিতে বিশেষভাবে বাংলাদেশের নাম উল্লেখ করেছে।

র‌্যাঙ্কিংয়ে এই উন্নতির পেছনে রয়েছে বড় দলের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স। এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি ম্যাচে জর্ডান ও ইন্দোনেশিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। ফিফা র‌্যাঙ্কিংয়ে ৩০ থেকে ৫০ ধাপ এগিয়ে থাকা এসব প্রতিপক্ষকে সফলভাবে রুখে দেয় লাল-সবুজের মেয়েরা।

এরপর বাছাইপর্বে আরও চমক। বাংলাদেশের প্রতিপক্ষ ছিল স্বাগতিক মিয়ানমার, যাদের র‌্যাঙ্কিং ৫৫। শক্তিশালী ওই দলকে ২-১ গোলে হারিয়ে চূড়ান্ত পর্ব নিশ্চিত করে বাংলাদেশ। অন্যদিকে বাহরাইনও ছিল র‌্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে, তবুও হারাতে পারেনি বাংলাদেশকে। চারটি ম্যাচে দুটি জয় ও দুটি ড্র তুলে নেওয়ায় র‌্যাঙ্কিংয়ে আশানুরূপ উন্নতি পেয়েছে দলটি।

আরও পড়ুন: সাগরিকার গোলে লাওসকে হারাল বাংলাদেশ

নারী ফুটবলের শীর্ষ দশ দলেও এবার দেখা গেছে বড়সড় রদবদল। ইউরোতে রানার্সআপ হলেও স্পেন এক ধাপ এগিয়ে উঠে এসেছে শীর্ষে। ফলে দীর্ঘদিনের এক নম্বর দল যুক্তরাষ্ট্র নেমে গেছে দ্বিতীয় স্থানে।

বাকি অবস্থানগুলো হলো— ৩. সুইডেন (৩ ধাপ উন্নতি), ৪. ইংল্যান্ড (১ ধাপ উন্নতি), ৫. জার্মানি (২ ধাপ অবনতি), ৬. ফ্রান্স (৪ ধাপ উন্নতি), ৭. ব্রাজিল (৩ ধাপ অবনতি), ৮. জাপান (১ ধাপ অবনতি), ৯. কানাডা (১ ধাপ অবনতি), ১০. দক্ষিণ কোরিয়া (১ ধাপ অবনতি)।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়