News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:১৬, ৭ আগস্ট ২০২৫

জুলাই বিপ্লবের হারানো এক ছবি খুঁজে পেলেন নাহিদ ইসলাম

জুলাই বিপ্লবের হারানো এক ছবি খুঁজে পেলেন নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ঘটে যাওয়া দেশের রাজনৈতিক ‘বিপ্লবে’ নানা ঘটনার জন্ম হলেও, তার অনেক কিছুই এখনও পর্দার আড়ালেই রয়ে গেছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের একটি ছবি যা গত বছরের ২৩ জুলাই গণস্বাস্থ্য হাসপাতাল থেকে ঢাকা রিপোটার্স ইউনিটে সংবাদ সম্মেলনে যাওয়ার সময়কার ছিল।  সম্প্রতি সেই সময়কার ছবিটি নতুন করে আলোচনায় এসেছে। 

বৃহস্পতিবার (৭ আগস্ট) নাহিদ ইসলাম নিজ ভেরিফায়েড ফেসবুক আইডিতে ছবিটি শেয়ার করে লেখেন, '২৩ জুলাই, ২০২৪, গণস্বাস্থ্য হাসপাতাল থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে যাওয়ার সময়। সাথে নাসির ভাই। যেই সংবাদ সম্মেলনে আন্দোলন স্থগিত হওয়ার কথা ছিল। (ছবিটা অনেক দিন ধরে খুঁজতেছিলাম, যিনি তুলেছেন এবং আপলোড দিয়েছেন তাকে ধন্যবাদ)।'

ছবিটি সামনে আসার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে স্মৃতিকাতরতা ও আবেগঘন মন্তব্যের জোয়ার বয়ে যায়। আন্দোলনের সময়কার এক সঙ্গী মহিবুল্লাহ সিফাত কমেন্টে লেখেন, “আহ! জুলাইয়ের সেই দিনগুলো। আপনি সহ বেশ কয়েকজনকে নিয়ে খুব ভয়ে থাকতাম।”

আরও পড়ুন: বাংলাদেশপন্থী দল বিএনপি: সালাহউদ্দিন

রাহাত ইসলাম নামের একজন মন্তব্য করেন, “আপনাদের অবদান আমরা চিরকাল স্মরণে রাখব। জুলুমের শিকল ভেঙে মাজলুম জাতিকে মুক্তির দিশারি—আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা।”

আরও এক মন্তব্যকারী, আবু বকর সিদ্দিক লেখেন, “অনেকে নাসির ভাইয়ের অবদান নিয়ে প্রশ্ন তোলে, তারা দেখুক নাসিরউদ্দিন পাটোয়ারীকে! দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের অন্যতম যোদ্ধা।”
 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়