তফসিল ঘোষণার পর দেশে ফিরতে পারেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিএনপির ঊর্ধ্বতন একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, প্রধান উপদেষ্টা আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের কথা বলেছেন। সে অনুযায়ী, ডিসেম্বরের প্রথমার্ধে ভোটের তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। আর তখনই তারেক রহমান দেশে ফিরতে পারেন।
এদিকে, নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বৃহস্পতিবার সন্ধ্যায় জানান, “আগামী ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ভোট হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে, রোজার আগেই।”
আরও পড়ুন: শোকজের জবাব দিলেন এনসিপির ৫ নেতা
তিনি আরও বলেন, “ভোটের তারিখের দুই মাস আগে তফসিল ঘোষণা করার নিয়ম অনুযায়ী আমরা ডিসেম্বরেই তা ঘোষণা করবো। রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধিমালাও আগামী সপ্তাহে চূড়ান্ত হবে।”
উল্লেখ্য, এক-এগারোর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন তারেক রহমান। ২০০৮ সালে জামিনে মুক্তি পেয়ে লন্ডনে পাড়ি জমান। তবে গত বছরের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া সব মামলায় খালাস পান তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসবি