ফ্রিজের ওপর যেসব জিনিস রাখলে হতে পারে বিপদ

ছবি: সংগৃহীত
অনেকে ঘরের জায়গা বাঁচাতে ফ্রিজের ওপরে অতিরিক্ত জিনিস রাখার অভ্যাস গড়ে তোলেন। যদিও এটি সাময়িক সমাধান বলে মনে হয়, তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি মোটেও নিরাপদ নয়।
তাদের মতে, কিছু জিনিস ফ্রিজের ওপরে রাখলে শুধু দুর্ঘটনার ঝুঁকিই বাড়ে না, বরং এতে ফ্রিজের কার্যক্ষমতাও ব্যাহত হতে পারে।
সম্প্রতি রিডার্স ডাইজেস্ট-এর এক প্রতিবেদনে চিকিৎসক ও নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, কিছু নির্দিষ্ট জিনিস কখনোই ফ্রিজের ওপরে রাখা উচিত নয়।
চলুন দেখে নেওয়া যাক সেই সব জিনিস যা ফ্রিজের ওপর রাখা একেবারেই ঠিক নয়:
রান্নার বই ও রেসিপি কার্ড
বই বা কাগজ দাহ্য পদার্থ হওয়ায় ফ্রিজের ওপর রাখা বিপজ্জনক হতে পারে। অগ্নিকাণ্ডের ঝুঁকি তো রয়েছেই, পাশাপাশি ভারী বই পড়ে গিয়ে আঘাত লাগার আশঙ্কাও থাকে।
পাউরুটি বা বেকারি পণ্য
ফ্রিজের আশপাশের তাপমাত্রা ও বাতাস পাউরুটিকে দ্রুত শুকিয়ে দেয়, ফলে এটি নষ্ট হয়ে যেতে পারে। এসব খাবার সংরক্ষণের জন্য ব্রেডবক্স ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ।
ছোট গৃহস্থালি যন্ত্রপাতি
কফি মেকার, টোস্টার বা রাইস কুকারের মতো যন্ত্রপাতি ফ্রিজের ওপরে রাখা ঝুঁকিপূর্ণ। ফ্রিজ খোলার সময় এসব পড়ে গিয়ে দুর্ঘটনার কারণ হতে পারে।
আরও পড়ুন: ভবিষ্যতের ক্ষতি এড়াতে এই ৫ অভ্যাস এখনই বদলান
তাজা ফলমূল ও সবজি
ফ্রিজের ওপরের অংশ গরম ও আর্দ্র হওয়ায় এসব খাবার দ্রুত পচে দুর্গন্ধ ছড়ায় এবং কীট-পতঙ্গের সমস্যা তৈরি করে।
কাচের বাটি বা জার
ভঙ্গুর ও ভারী কাচের জিনিস ফ্রিজের ওপর রাখা খুবই বিপজ্জনক। পড়ে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।
মসলা
তাপে মসলার গুণগত মান দ্রুত নষ্ট হয়ে যায়। তাই এগুলো সংরক্ষণের জন্য শীতল ও শুষ্ক স্থানই উপযুক্ত।
বিস্কুটের কৌটা
শিশুরা জানে, বিস্কুট বা চকলেট ফ্রিজের ওপরেই থাকে। তাই তারা ওপরে ওঠার চেষ্টা করে এবং পড়ে গিয়ে আহত হতে পারে। কাচ বা সিরামিকের কৌটা হলে সেই ঝুঁকি আরও বেড়ে যায়।
ওষুধ
অনেকে মনে করেন ফ্রিজের ওপর ওষুধ রাখলে তা শিশুদের নাগালের বাইরে থাকবে। কিন্তু উচ্চ তাপ ও আর্দ্রতা ওষুধের গুণমান নষ্ট করে দেয়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।
সিরিয়াল বা শুকনো খাবার
এই খাবারগুলো বাতাসে সহজেই নরম বা বাসি হয়ে যায়। হঠাৎ পড়ে গেলে ছড়িয়ে পড়ে নোংরা হয় এবং পোকামাকড়ের উপদ্রব বাড়ে।
নিরাপত্তা বিশেষজ্ঞ মতে, ফ্রিজের ওপর দেয়ালে একটি কেবিনেট লাগানোই সবচেয়ে ভালো সমাধান। এতে ফ্রিজের বায়ু চলাচলের ব্যাঘাত ঘটে না, আবার জিনিসপত্রও নিরাপদে থাকে। তবে যদি ফ্রিজের ওপর কিছু রাখতেই হয়, তাহলে তা যেন দাহ্য, ভারী বা অনিরাপদ কিছু না হয় এবং ফ্রিজের কার্যক্ষমতায় প্রভাব না ফেলে—সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি