News Bangladesh

শিক্ষা ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:১৫, ৭ আগস্ট ২০২৫

এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তি দিতে তথ্য চেয়েছে মাউশি

এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তি দিতে তথ্য চেয়েছে মাউশি

ফাইল ছবি

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের জন্য রাজস্ব খাতভুক্ত মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদানের লক্ষ্যে শিক্ষা বোর্ডগুলোর কাছে তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে অধিদপ্তরের পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, নির্ধারিত ছকে বোর্ডগুলোকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা, উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং জিপিএ-৫ ব্যতীত উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা উল্লেখ করে তথ্য পাঠাতে হবে।

আরও পড়ুন: বিমান দুর্ঘটনার পর মাইলস্টোনে নবম-দ্বাদশ শ্রেণির ক্লাস  শুরু

প্রতিবছর এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মোট ১০ হাজার ৫০০ শিক্ষার্থীকে রাজস্ব খাত থেকে বৃত্তি প্রদান করে সরকার। এর মধ্যে ১ হাজার ১২৫ জন মেধাবৃত্তি এবং ৯ হাজার ৩৭৫ জন সাধারণ বৃত্তি পেয়ে থাকেন।

মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৮২৫ টাকা এবং বছরে এককালীন ১,৮০০ টাকা পান। অন্যদিকে, সাধারণ বৃত্তিপ্রাপ্তদের জন্য মাসিক ভাতা ৩৭৫ টাকা এবং এককালীন ভাতা ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মাউশি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বোর্ডগুলোর পাঠানো তথ্যের ভিত্তিতেই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা চূড়ান্ত করা হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়