বাজার সিন্ডিকেটমুক্ত অন্তর্বর্তী সরকারের এক বছরের চেষ্টায়: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ফাইল ছবি
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন দাবি করেছেন, অন্তর্বর্তী সরকারের এক বছরের কঠোর পদক্ষেপে দেশের নিত্যপণ্যের বাজার এখন সিন্ডিকেটমুক্ত।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে জুলাই পুনর্জাগরণ নিয়ে টিসিবি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “জুলাই চেতনা বাস্তবায়নের অংশ হিসেবে আমরা বাজারে শৃঙ্খলা ফিরিয়েছি। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।”
বাণিজ্য উপদেষ্টা আরও জানান, আগামী নির্বাচনের আগেই দুর্নীতি দূর করে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে। তিনি বলেন, “আমরা নির্বাচনপূর্ব সময়েই জ্বালানি সংকট কাটিয়ে কর্মসংস্থান বাড়ানোর মধ্যম স্তরে পৌঁছাতে পারবো।”
আরও পড়ুন: ঢাকার বাইরে বিশেষায়িত হাসপাতাল হবে তিনটি
তবে অনুষ্ঠানে বাণিজ্য সচিব জানান, এখনও দুর্নীতি ও বৈষম্য পুরোপুরি দূর হয়নি। এ বিষয়ে দীর্ঘমেয়াদী পদক্ষেপের প্রয়োজন রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি