News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২২:০৮, ৭ আগস্ট ২০২৫

গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা

গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা

আসাদুজ্জামান তুহিন। ছবি: সংগৃহীত

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় এক সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত সাংবাদিকের নাম আসাদুজ্জামান তুহিন (৫০)। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর ব্যুরো প্রধান ছিলেন।

 বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকার মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে তুহিনের সঙ্গে ৪-৫ জন যুবকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনাস্থলেই তুহিনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তুহিনের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রামে সেতু ধস ও জলাবদ্ধতায় অচল নগর

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়