News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৯, ৭ আগস্ট ২০২৫

মোহাম্মদপুরে সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার

মোহাম্মদপুরে সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রুখতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ককটেল বোমা, চাপাতি, সামুরাইসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার এবং কিশোর গ্যাংয়ের চার সক্রিয় সদস্য গ্রেফতার হয়েছে। 

অভিযানে নেতৃত্ব দেয় সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একটি চৌকস দল।

অভিযানটি পরিচালিত হয় বুধবার (৬ আগস্ট) দিবাগত রাত ৪টার দিকে। 

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার চারজন হলেন মো. হৃদয় (২৬), মো. নয়ন (২০), মো. মেহেদী হোসেন (২১), মো. আল-আমিন (২১)।

এদের মধ্যে মো. নয়ন পরিচিত একজন কিশোর গ্যাং সদস্য ও মোহাম্মদপুর এলাকায় সাম্প্রতিক সন্ত্রাসী শোডাউন ঘটনার মূল পরিকল্পনাকারী বলে জানায় সেনাবাহিনী।

সাম্প্রতিক সময়ে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় কিশোর গ্যাংয়ের একটি দল দেশীয় অস্ত্র হাতে প্রকাশ্যে শোডাউন করে। ঘটনার সময় তারা চাঁদা না পেয়ে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করে। এই হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে চাঞ্চল্য তৈরি হয়।

আরও পড়ুন: মোহাম্মদপুরে ছিনতাই চেষ্টাকালে আটক ৩, উদ্ধার দেশীয় অস্ত্র

ভিডিও ভাইরাল হওয়ার পর সেনাবাহিনীর গোয়েন্দা ইউনিট ওই গ্যাংয়ের ওপর নজরদারি শুরু করে। প্রযুক্তি এবং গোপন তথ্যের ভিত্তিতে অভিযানের পরিকল্পনা করা হয়।

সেনা গোয়েন্দা ইউনিট প্রথমে মো. নয়নের অবস্থান নিশ্চিত করে। তাকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী আরও তিন সহযোগী—হৃদয়, মেহেদী হোসেন ও আল-আমিনকে বিভিন্ন আস্তানা থেকে গ্রেফতার করা হয়।

অভিযানে একাধিক স্থানে তল্লাশি চালিয়ে দুটি ককটেল বোমা, বেশ কয়েকটি চাপাতি, সামুরাই তরবারি, ছুরি, ও অন্যান্য ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সেনা সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার চারজনই চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও দাপট দেখানোর জন্য এসব অস্ত্র ব্যবহারের কথা স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরেই এলাকায় প্রভাব বিস্তার এবং সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিল।

সেনাবাহিনী আরও জানিয়েছে, নয়নের দেওয়া তথ্যের ভিত্তিতে গ্যাংয়ের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পরবর্তী অভিযানও পরিকল্পিত রয়েছে।

গ্রেফতারকৃতদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।

৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর অভ্যন্তরে সন্ত্রাস, কিশোর গ্যাং ও অস্ত্রব্যবহারের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনীর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়