কাঁটাবনে পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ২

ফাইল ছবি
রাজধানীর নিউমার্কেট এলাকার কাঁটাবন মোড়ে পিকআপ ভ্যান ও একটি ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষে একজন ব্যক্তি নিহত এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক পালিয়ে গেছে।
বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে ঘটে এই দুর্ঘটনা।
আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইকরাম আকরাম (৩৭) নামে ভাঙ্গারি ব্যবসায়ী এক ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়।
আহতরা হলেন পিকআপ ভ্যানের চালক মাসুদ রানা (৪২) ও তার ছেলে সালমান হোসেন (১৬)।
আহত মাসুদ রানার আরেক ছেলে মো. আরমান হোসেন জানায়, তার বাবা পিকআপ ভ্যান চালক। রাতে ইকরাম আকরাম নামে ওই ব্যবসায়ী তার ভাঙ্গারি মালামাল নিয়ে টঙ্গী থেকে ঢাকায় যাচ্ছিলেন। রাত পৌনে ৩টার দিকে কাঁটাবন মোড়ে তাদের পিকআপ ভ্যানের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ ঘটে। তিনি দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তার বাবা ও ছোট ভাইকে আহত অবস্থায় দেখতে পান। তাদের বাসা টঙ্গীর মিরেরবাজার এলাকায় অবস্থিত।
আরও পড়ুন: টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ৩ নিহত
প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপ ভ্যানটি দ্রুতগতিতে চলছিল। পেছন থেকে একটি ট্রাক পিকআপ ভ্যানকে কাটিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু পিকআপের চালক ট্রাকটিকে যেতে দিচ্ছিলেন না। একপর্যায়ে ট্রাকটি পেছন থেকে ধাক্কা দিয়ে পিকআপ ভ্যানটি বিদ্যুতের খুঁটিতে গিয়ে পড়ে। এতে পিকআপে থাকা তিনজন ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সড়কের পাশে রাখেন। এই সময়ে পালিয়ে যাওয়ার সময় ট্রাকটি আহতদের ওপর দিয়ে চলে গেলে আহতদের অবস্থা আরও শোচনীয় হয়।
শাহবাগ থানার এএসআই রফিক জানান, কাঁটাবনে পিকআপ ভ্যান ও ট্রাকের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত আরও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ট্রাকচালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত ব্যক্তির মরদেহ মর্গে রাখা হয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের অবস্থার উন্নতি সাধনে চিকিৎসকরা তৎপর।
নিউজবাংলাদেশ.কম/পলি