News Bangladesh

আইন-আদালত ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৫২, ৭ আগস্ট ২০২৫

শহিদুল আলমের বিরুদ্ধে আইসিটি আইনের মামলা বাতিল হাইকোর্টে

শহিদুল আলমের বিরুদ্ধে আইসিটি আইনের মামলা বাতিল হাইকোর্টে

ছবি: সংগৃহীত

আলোকচিত্রী ও সমাজকর্মী ড. শহিদুল আলমের বিরুদ্ধে দায়ের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলা বাতিল করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে শহিদুল আলমের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার প্রিয়া আহসান চৌধুরী।

এর আগে, মামলাটি কেন বাতিল করা হবে না—জানতে চেয়ে রুল জারি করেছিলেন  আদালত। সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে মামলাটি বাতিল করা হলো।

২০১৮ সালের ৬ আগস্ট রাজধানীর রমনা থানায় শহিদুল আলমের বিরুদ্ধে আইসিটি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করা হয়। এরপর ১২ আগস্ট তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

মামলার অভিযোগে বলা হয়, শহিদুল আলম তার ফেসবুক টাইমলাইনে ও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে “কল্পনাপ্রসূত অপপ্রচার” চালান। এতে জনসাধারণের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে এবং রাষ্ট্রকে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়। অভিযোগপত্রে আরও বলা হয়, তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে ও জনমনে ভীতি সঞ্চারে ইলেকট্রনিক মাধ্যমে উসকানি দিয়েছেন।

আরও পড়ুন: ১০ বছরের সাজা থেকে খালাস পেলেন জি কে শামীম

তবে শুরু থেকেই এ মামলাকে মতপ্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে দমনমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। শহিদুল আলমের মুক্তির দাবিতে দেশে-বিদেশে নানা আন্দোলনও গড়ে ওঠে।

আজকের হাইকোর্টের রায়ে তার বিরুদ্ধে মামলার ইতি টানা হলো।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়