News Bangladesh

খুলনা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২১, ১ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ০৯:০৭, ১ সেপ্টেম্বর ২০২৫

রুপসা সেতুর নীচ থে‌কে সাংবা‌দিক বুলুর মর‌দেহ উদ্ধার

রুপসা সেতুর নীচ থে‌কে সাংবা‌দিক বুলুর মর‌দেহ উদ্ধার

য়াহেদ-উজ-জামান বুলু। ছবি: সংগৃহীত

খুলনার  খানজাহান আলী (র:) রুপসা সেতুর ২ নং পিলারের বেজমেন্ট থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু’র  লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি স্বেচ্ছায় সেতুর উপর থেকে লাফ দিয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। র‍্যাব-৬ এর উপ অধিনায়ক মেজর মারুফ লাশের পরিচয় নিশ্চিত করেন।

লবণচরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রহিম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নদীর ভেতরে হওয়ায় বিষয়টি নৌপুলিশকে জানানো হয়।

আরও পড়ুন: শাহসূফি হাবিবুল বশর মাইজভাণ্ডারী মারা গেছেন

নৌপুলিশ রূপসা ফাঁড়ির ইন্সপেক্টর আবুল খা‌য়ের জানান, সন্ধ্যা ৭টার দিকে তারা লাশটি উদ্ধার করেন। তার পরনে ছিল ব্লু রঙের গ্যাবাডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। তার ডান হাত ও মুখমন্ডল ক্ষতিগ্রস্থ ছিল।

পিবিআই ও সিআইডি টিম মৃত্যুর কারণ নির্ণয়ের চেষ্টা করছে। সংবাদ পেয়ে পুলিশে উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।##       
 

সর্বশেষ

পাঠকপ্রিয়