News Bangladesh

পাবনা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:১৩, ১৯ আগস্ট ২০২৫

পাবনায় গোপন অস্ত্র কারখানার সন্ধান, আটক ২

পাবনায় গোপন অস্ত্র কারখানার সন্ধান, আটক ২

ছবি: নিউজবাংলাদেশ

পাবনার আটঘরিয়া উপজেলার প্রত্যন্ত চতরা বিল এলাকায় গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। 

সোমবার (১৮ আগস্ট) গভীর রাতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসময় দুইজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আটকরা হলেন পাবনা সদর উপজেলার নিয়ামতপুর গ্রামের মোস্তফার ছেলে মনির হোসেন (৪০) এবং খোদাইপুর গ্রামের দিরাজের ছেলে রেজাউল ইসলাম (৪২)।

পুলিশ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে আতাইকুলা থানা পুলিশ চতরা বিলের একটি আস্তানায় অভিযান চালায়। সেখান থেকে উদ্ধার করা হয় অস্ত্র তৈরির ছাঁচ, কাটিং মেশিন, ড্রিল মেশিন, লোহার পাত, গানপাউডারসহ বিপুল সরঞ্জাম। এছাড়াও প্রাথমিকভাবে দুটি আগ্নেয়াস্ত্রও জব্দ করা হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

আরও পড়ুন: জেনেভা ক্যাম্পে শিশু হত্যা, গ্রেফতার ২৬

পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে “ময়েজ বাহিনী” নামের একটি স্থানীয় সন্ত্রাসী গ্রুপ চতরা বিলকে কেন্দ্র করে চাঁদাবাজি, ডাকাতি ও অস্ত্র মহড়া চালিয়ে আসছিল। আটক দুজনও সেই বাহিনীর সঙ্গে যুক্ত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, স্থানীয় ডাকাতি ও চাঁদাবাজির উদ্দেশ্যে এসব অস্ত্র তৈরি হচ্ছিল।

তবে পুলিশ মনে করছে, এর পেছনে আরও বড় একটি নেটওয়ার্ক সক্রিয় থাকতে পারে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হবিবুর রহমান বলেন, চতরা বিল এলাকায় দীর্ঘদিন ধরে ময়েজ বাহিনী সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ চলছে। অন্য সংশ্লিষ্টদেরও আইনের আওতায় আনা হবে।

চতরা বিলের স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রুপটি রাতে অস্ত্র হাতে এলাকায় ঘুরে বেড়াত। দিনের বেলায় আড়ালে থাকলেও রাত নামলেই প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিত, ফলে সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পেত না।

পুলিশ জানিয়েছে, অভিযান এখনও চলমান। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একইসঙ্গে পুরো চতরা বিল এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়