গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: স্বামী-স্ত্রীসহ চারজন গ্রেফতার

ছবি: সংগৃহীত
গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িত স্বামী-স্ত্রীসহ চারজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার (৮ আগস্ট) রাতে পৃথক অভিযানে গাজীপুর নগরীর সদর থানার সালনা এলাকা, রাজধানীর উত্তরার তুরাগ এবং হোতাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) উত্তরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রবিউল ইসলাম জানান, গ্রেফতাররকৃতরা হলেন—ফয়সাল ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপি, আল আমিন এবং স্বাধীন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের পরিচয় শনাক্ত করা হয়। ফুটেজে দেখা যায়, দা, ছুরি ও চাপাতি হাতে হামলায় অংশ নেন গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন। ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা নারী গোলাপি, আর চাপাতি হাতে কোপানোর জন্য দৌঁড়ানো ব্যক্তি ফয়সাল ওরফে কেটু মিজান। স্বাধীনকেও ফুটেজে চাপাতি হাতে দেখা যায়।
আরও পড়ুন: টঙ্গীতে ট্রাভেল ব্যাগে উদ্ধার খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত
এর আগে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় তুহিনকে কুপিয়ে হত্যা করে চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের সদস্যরা। তারা প্রথমে এক ব্যক্তিকে ধাওয়া করছিলেন, যা তুহিন মোবাইলে ধারণ করছিলেন। এ সময় তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি