News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:২৬, ৮ আগস্ট ২০২৫
আপডেট: ১২:২৬, ৮ আগস্ট ২০২৫

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় মামলা দায়ের

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় মামলা দায়ের

ছবি: সংগৃহীত

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় অজ্ঞাত ২০–২৫ জনকে আসামি করে বাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ–এর গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বাসন থানার ওসি মালেক খসরু জানান, ঘটনার দিন শাপলা ম্যানশনের সামনে বাদশা মিয়া নামের এক ব্যক্তি এক নারীকে মারধর করছিলেন। ওই সময় কয়েকজন হামলাকারী ধারালো অস্ত্র দিয়ে বাদশাকেও আঘাত করে।

আরও পড়ুন: গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা

এই ঘটনার একটি ভিডিও ধারণ করেন সাংবাদিক তুহিন। বিষয়টি বুঝতে পেরে হামলাকারীরা তাকে ভিডিও ডিলিট করতে বলে। তবে তুহিন নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে তা করতে অস্বীকৃতি জানান। কিছুক্ষণ পর পাশের একটি মার্কেটের সামনে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়