৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ

ছবি: ইন্টারনেট
বিশ্বজুড়ে স্ক্যাম ও প্রতারণা প্রতিরোধে বড় ধরনের উদ্যোগ নিয়েছে হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা। ২০২৫ সালের প্রথমার্ধে ৬৮ লাখের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করেছে তারা।
মেটা জানিয়েছে, নিষ্ক্রিয় করা অ্যাকাউন্টগুলোর একটি বড় অংশ দক্ষিণ-পূর্ব এশিয়ায় সক্রিয় সংঘবদ্ধ অপরাধচক্রের সঙ্গে যুক্ত ছিল। এসব চক্র জোরপূর্বক শ্রমিক ব্যবহার করে পরিচালনা করছিল স্ক্যাম সেন্টার।
প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপ চালু করেছে নতুন সতর্কতামূলক ব্যবস্থা। এখন থেকে ব্যবহারকারী কোনো অপরিচিত অ্যাডমিনের তৈরি গ্রুপে যুক্ত হলে, হোয়াটসঅ্যাপ তাকে স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা পাঠাবে।
মেটার তথ্য মতে, প্রতারকরা সাধারণত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হাইজ্যাক করে, কিংবা ভুয়া বিনিয়োগ পরিকল্পনার নামে গ্রুপ চ্যাট তৈরি করে প্রতারণা চালায়। এসব কর্মকাণ্ড ঠেকাতে স্বয়ংক্রিয় প্রযুক্তি ও ব্যবহারকারীদের রিপোর্টের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: ট্রাম্পের চাপে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে অ্যাপল
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান অগ্রাধিকার। ভবিষ্যতেও স্ক্যাম প্রতিরোধে কার্যকর পদক্ষেপ চালিয়ে যাবে হোয়াটসঅ্যাপ।
নিউজবাংলাদেশ.কম/এসবি