বৃষ্টির প্রভাব বাজারে, বেড়েছে সবজি-মাছ-ডিমের দাম

ছবি: সংগৃহীত
টানা বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার খুচরা বাজারে। পণ্য সরবরাহে বড় ধরনের ঘাটতি না থাকলেও, বেড়েছে সবজি, মাছ, ডিম ও ডালের দাম।
শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন তথ্য মিলেছে।
সবজির বাজারে দেখা গেছে চরম অস্থিরতা। এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি সবজির দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা। মানভেদে বেগুন, করলা, শসা ও টমেটোর দাম ১০০ টাকার ঘর ছাড়িয়েছে। কাঁচামরিচের ২৫০ গ্রাম কিনতেই লাগছে ৫০ টাকা।
টমেটোর কেজি উঠেছে ২০০ টাকায়, গাজর ১৬০ টাকা। যদিও আলুর দাম কিছুটা কমেছে—কোথাও কোথাও ২০ টাকায় মিলছে। তবে ভালো মানের আলু কিনতে হচ্ছে ২৫–৩০ টাকা কেজিতে।
ব্যবসায়ীরা বলছেন, ‘টানা বৃষ্টির কারণে মাঠে পানি জমেছে। এতে বিভিন্ন অঞ্চলের ফসলি জমি তলিয়ে গেছে। ফলে সরবরাহ কম, দাম বেশি।’
মুরগির বাজারেও চড়া দাম লক্ষ করা গেছে। ছুটির দিনকে কেন্দ্র করে ব্রয়লার মুরগির কেজি ১০–১৫ টাকা বেড়ে ১৭০ টাকা দাঁড়িয়েছে। লেয়ার মুরগির দাম স্থিতিশীল থাকলেও (৩০০ টাকা), সোনালি মুরগির কেজি ৩৪০ টাকায় উঠেছে।
তিন সপ্তাহ ধরে বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। ইলিশের ভরা মৌসুমেও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে দাম। এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ২,৬০০–২,৯০০ টাকায়। মাঝারি ও ছোট ইলিশও ১,৪০০ থেকে ২,২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: আগস্টে রেমিট্যান্সে ঊর্ধ্বগতি: পাঁচদিনে আয় ৩২ কোটি ডলার
চাষের মাছের দামও বাড়তির দিকে। ব্যবসায়ীরা জানাচ্ছেন, জলাশয়গুলোতে উৎপাদন কমেছে, ভারত ও মিয়ানমার থেকেও আমদানি হচ্ছে না আগের মতো।
এদিকে, ডিমের বাজারেও অস্থিরতা। মাত্র চার দিনের ব্যবধানে ডজনে ১৫–২০ টাকা বেড়েছে। মিনিকেট, নাজিরশাইল ও মোটা চালের দাম যদিও অপরিবর্তিত আছে, তবে ৫৫–৬০ টাকা কেজির নিচে কোনো চাল মিলছে না।
পেঁয়াজের দাম বেড়েছে হঠাৎ করেই। মাত্র দুই দিনের ব্যবধানে ৬০ টাকা থেকে বেড়ে প্রতি কেজি ৮০ টাকায় উঠেছে। মসুর ডালও কেজিতে ১৫ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে—বর্তমানে দেশি মসুর ডাল ১৬০ টাকা কেজি।
নিউজবাংলাদেশ.কম/এসবি