গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণেই দ্বিতীয় স্বাধীনতা: শিল্প উপদেষ্টা

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের পাশাপাশি আগামী সব সরকারকেই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে কাজ করতে হবে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
তিনি বলেছেন, “শহীদদের আত্মত্যাগেই বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে।”
শুক্রবার (৮ আগস্ট) সকালে চট্টগ্রামের পাঁচলাইশে জুলাই স্মৃতি উদ্যানে স্মৃতিস্তম্ভ নির্মাণের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আদিলুর রহমান আরও জানান, অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী অধিকাংশ শহীদ পরিবার সরকারি সহায়তা ও ভাতা পেয়েছে। তিনি বলেন, “মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি উপদেষ্টার সঙ্গে সমন্বয় করে খুব দ্রুত চট্টগ্রামে স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে।”
আরও পড়ুন: আবারও আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন
এদিন আরও এক কর্মসূচিতে তিনি বায়েজিদ বোস্তামি সড়কের স্টার শিপ এলাকার শীতল ঝর্ণা খালের ওপর ধসে পড়া সেতু পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের প্রতিনিধিদের দ্রুত নতুন সেতু নির্মাণের নির্দেশ দেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি