ইন্টারনেট ছাড়াই চলবে নুসুক অ্যাপ

প্রতীকী ছবি
পবিত্র হজ ও ওমরাহ যাত্রীদের জন্য ইন্টারনেট বা মোবাইল ডেটা ছাড়াই নুসুক অ্যাপ ব্যবহারের সুযোগ চালু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
এই সুবিধা বাস্তবায়নে সৌদি টেলিকম কোম্পানি এসটিসি, মোবিলি ও জাইনের সঙ্গে যৌথভাবে কাজ করেছে মন্ত্রণালয়। খবর গালফ নিউজের।
সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মুখপাত্র ড. ঘাসান আল নুওয়াইমি জানিয়েছেন, এই উদ্যোগ হজ ও ওমরাহর যাত্রাপথকে আরও সহজ, সাশ্রয়ী ও প্রযুক্তিনির্ভর করবে। ইন্টারনেট ছাড়াই মিলবে একাধিক সুবিধা, যার মধ্যে রয়েছে: আল রওদা আল শরীফায় প্রবেশের অনুমতিপত্র, হারামাইন হাই-স্পিড ট্রেনের টিকিট বুকিং, নুসুক ম্যাপের মাধ্যমে পথনির্দেশনা, রিপোর্ট জমা দেওয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘নুসুক এআই’ সহায়তা।
নুসুক অ্যাপের সিইও আহমেদ আল মাইমান বলেন, এই প্রযুক্তি ভ্রমণকে নিরাপদ ও দক্ষ করবে, ভিড় নিয়ন্ত্রণে সহায়তা করবে এবং হজযাত্রীদের হারিয়ে যাওয়ার ঝুঁকি কমাবে।
আরও পড়ুন: ৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা একটি সর্বজনীন ও প্রতিবন্ধকতাহীন প্রযুক্তি অবকাঠামো গড়ে তুলছে, যাতে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে আগত যাত্রীরা নির্বিঘ্নে সব ডিজিটাল সুবিধা উপভোগ করতে পারেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি