News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:০৯, ৮ আগস্ট ২০২৫
আপডেট: ১৭:৫২, ৮ আগস্ট ২০২৫

টঙ্গীতে ট্রাভেল ব্যাগে মিলল খণ্ডিত মরদেহ

টঙ্গীতে ট্রাভেল ব্যাগে মিলল খণ্ডিত মরদেহ

ছবি: সংগৃহীত

সাংবাদিক তুহিন হত্যার রেশ না কাটতেই আবারও ভয়াবহ এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে গাজীপুর। 

শুক্রবার (৮ আগস্ট) সকালে টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোডের ফুটপাতে পড়ে থাকা একটি ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাথাবিহীন এই মরদেহটি অন্তত ৮টি টুকরোয় বিভক্ত ছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকাল থেকে রাস্তায় পড়ে থাকা ব্যাগটি থেকে রক্ত এবং দুর্গন্ধ বের হতে থাকায় স্থানীয়দের সন্দেহ জাগে। কেউ ব্যাগটি খোলার সাহস না দেখালেও পথশিশুদের ডাকের পর কয়েকজন ব্যাগ খুলে রোমহর্ষক দৃশ্যটি দেখতে পান। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে এসে ব্যাগটি থেকে খণ্ডিত দেহাবশেষগুলো উদ্ধার করে।

পুলিশ জানায়, স্টেশন রোডের হাজী বিরিয়ানির সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন ফুটপাতে কালো রঙের একটি ট্রাভেল ব্যাগে মরদেহটি পাওয়া যায়। ব্যাগটির ভেতরে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় একটি মাথা ছাড়া দেহ, দুই হাত, শরীরের পিছনের অংশ, নাড়িভুঁড়ি, বাম পা ও বাম উরুর অংশ ছিল।

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মোসাব্বির হোসেন বলেন, সামগ্রিকভাবে মরদেহটি কমপক্ষে ৮টি খণ্ডে বিভক্ত ছিল। হত্যাটি অত্যন্ত পরিকল্পিত ও নিষ্ঠুরভাবে ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি ২-৩ দিন আগের এবং সম্ভবত অন্যত্র হত্যা করে এখানে এনে ফেলে রাখা হয়েছে।

এছাড়া পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, হত্যার ঘটনাটি গভীর রাতের কোনো এক সময়ে সংঘটিত হয়েছে। ট্রাভেল ব্যাগটি সম্ভবত কোনো যানবাহন থেকে ফেলে রেখে যাওয়া হয়েছে।

আরও পড়ুন: টঙ্গীতে ট্রাভেল ব্যাগে মিলল খণ্ডিত মরদেহ

ঘটনার পরপরই গাজীপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। 

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ ফরিদুল ইসলাম বলেন, মরদেহটি এখনও অজ্ঞাত, তবে আঙুলের ছাপ সংগ্রহ করা হয়েছে এবং জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডারের সঙ্গে মিলিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, আশপাশের দোকান, ভবন ও সড়কের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ চলছে। তদন্তে গাজীপুর সিআইডি ও অপরাধ তদন্ত বিভাগের (ডিবি) সদস্যরাও যুক্ত হয়েছেন।

এই ঘটনা শুধু টঙ্গী নয়, পুরো গাজীপুর জেলায় তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। এর মাত্র একদিন আগেই গাজীপুরে আরেক সাংবাদিককে হত্যার ঘটনা ঘটেছে, সেই তদন্ত শেষ হওয়ার আগেই এমন লোমহর্ষক হত্যাকাণ্ড জনমনে ভয় ও অনিশ্চয়তা সৃষ্টি করেছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ব্যাগটি থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছিল। অনেকক্ষণ ধরে পড়ে থাকলেও কেউ কিছু বুঝতে পারেনি। পরে পুলিশ এসে খুলে দেখে এর ভেতর মরদেহ।

প্রাথমিকভাবে পুলিশ ও ঘটনাস্থলে উপস্থিত তদন্তকারীদের তথ্যানুযায়ী এটি ছিল একটি মাত্র ট্রাভেল ব্যাগ, যার মধ্যে ছিল খণ্ডিত দেহাংশ। 

ওসি ফরিদুল ইসলাম আরও জানান, মরদেহটি শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা সবদিক থেকে তদন্ত করছি—ব্যক্তিগত শত্রুতা, পারিবারিক দ্বন্দ্ব, অপরাধ চক্র—সব কিছুই যাচাই করা হচ্ছে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, খুব শিগগিরই হত্যাকাণ্ডের মোটিভ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়