News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৫, ৮ আগস্ট ২০২৫
আপডেট: ১৩:৫৬, ৮ আগস্ট ২০২৫

নির্বাচন বিলম্বে পিআর পদ্ধতির কথা বলছে জামায়াত: হাফিজ উদ্দিন

নির্বাচন বিলম্বে পিআর পদ্ধতির কথা বলছে জামায়াত: হাফিজ উদ্দিন

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, জামায়াতে ইসলামী নানা কৌশলে মুক্তিযুদ্ধে জনগণের আত্মত্যাগকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সেই সঙ্গে দলটি নির্বাচন বিলম্বিত করতে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির কথা বলছে, যা জনগণের বোধগম্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৮ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি: দ্রুত বিচার সম্পন্ন, মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন বলেন, “দেশের মানুষ পিআর পদ্ধতি বোঝে না। বর্তমান ব্যবস্থার মধ্যেই দ্রুত জাতীয় নির্বাচন হওয়া জরুরি।” জামায়াতের বক্তব্য শুনে সাধারণ মানুষ অবাক হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: কলকাতায় ‘পার্টি অফিস’ খুলেছে আওয়ামী লীগ

তিনি আরও বলেন, “এক বছরের মধ্যে পুলিশের মধ্যে কোনো গঠনমূলক সংস্কার হয়নি। এমন বাহিনীর অধীনে শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব হবে কি না, তা নিয়ে জনগণের মধ্যে সন্দেহ রয়েছে।”

বিএনপির এই নেতা অভিযোগ করেন, “ভারতে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা কূটচালের মাধ্যমে নির্বাচনপূর্ব সময়ে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছেন। এজন্য সকলকে সতর্ক থাকতে হবে।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়