গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: সিসিটিভি বিশ্লেষণে ৪-৫ জন সন্ত্রাসী শনাক্ত

ছবি: সংগৃহীত
গাজীপুর মহানগরীর ব্যস্ত চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় জড়িত ৪-৫ জনকে শনাক্ত করেছে পুলিশ।
শুক্রবার (৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) মো. রবিউল ইসলাম।
নিহত তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের গাজীপুর প্রতিনিধি ছিলেন। তিনি চান্দনা চৌরাস্তা এলাকায় ভাড়া বাসায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামে।
পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য এবং প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের পেছনে চাঁদাবাজির সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
আরও পড়ুন: গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় মামলা দায়ের
তদন্তে আরও উঠে এসেছে, একটি কল গার্ল ব্যবহারকারী ব্ল্যাকমেইল চক্রের সন্ত্রাসীরা এলাকায় এক ব্যক্তির ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। সেই ঘটনাটি মোবাইলে ভিডিও করেন সাংবাদিক তুহিন। ভিডিও করার বিষয়টি টের পেয়ে সন্ত্রাসীরা তুহিনকে হত্যার সিদ্ধান্ত নেয়।
পুলিশ আরও জানিয়েছে, নিহত তুহিনের ফেসবুক অ্যাকাউন্ট পর্যালোচনায় দেখা গেছে, ঘটনার দিন তিনি চাঁদাবাজি সংক্রান্ত কোনো রিপোর্ট বা ভিডিও প্রকাশ করেননি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুরের চৌরাস্তা এলাকার মসজিদ মার্কেটের সামনে তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
নিউজবাংলাদেশ.কম/এসবি