দেহরক্ষীকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলেন সালমান খান

ছবি: সংগৃহীত
বলিউডের ভাইজান সালমান খানের দীর্ঘদিনের সঙ্গী ও দেহরক্ষী শেরা (আসল নাম গুরমিত সিং জলি) সম্প্রতি তার বাবাকে হারিয়েছেন। বাবার মৃত্যুর খবর পেয়ে তৎক্ষণাৎ শোকাহত শেরার পাশে এসে দাঁড়ান সালমান খান। ঘটনাটি আবারও প্রমাণ করে দিল, বিতর্ক যাই থাকুক না কেন, কাছের মানুষদের প্রতি সালমানের ভালোবাসা নিঃস্বার্থ ও চিরস্থায়ী।
গত ৭ আগস্ট ক্যান্সারের সঙ্গে লড়াই করে মারা যান শেরার বাবা সুন্দর সিং জলি। বয়স হয়েছিল ৮৮ বছর। খবরটি শেরা নিজেই সামাজিক মাধ্যমে জানান। এরপর বুধবার সন্ধ্যায় ওশিওয়ারার শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। সালমান খান উপস্থিত ছিলেন শেষকৃত্যে এবং পরে শেরার বাড়িতে গিয়ে তাকে সান্ত্বনা দেন।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ও ছবিতে দেখা যায়, সালমান আবেগময়ভাবে শেরাকে জড়িয়ে ধরছেন। এই দৃশ্য সালমান ও শেরার তিন দশকের বন্ধনেরই প্রতিফলন। অনেকেই মন্তব্য করেছেন, এটি ছিল একটি হৃদয়ছোঁয়া মুহূর্ত।
মাত্র কয়েক মাস আগেই শেরা তার বাবার ৮৮তম জন্মদিনে একটি ছবি শেয়ার করে তাকে নিজের ‘জীবনের নায়ক’ এবং ‘অনুপ্রেরণা’ হিসেবে উল্লেখ করেছিলেন।
আরও পড়ুন: বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলায় ফুঁসে উঠল টালিউড
উল্লেখ্য, নব্বই দশকের শুরুতে সালমান খানের সঙ্গে কাজ শুরু করেন শেরা। তখন থেকেই সালমানের ছায়াসঙ্গী হিসেবে আছেন তিনি। পেশাদারিত্বের বাইরেও তাদের মধ্যে এক দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। সালমানের পাশাপাশি শেরা কাজ করেছেন হৃতিক রোশন, ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুরসহ আরও অনেক তারকার সঙ্গে। তার সংস্থা 'টাইগার সিকিউরিটি' আন্তর্জাতিক তারকা মাইক টাইসন ও জাস্টিন বিবারের নিরাপত্তার দায়িত্বও সামলেছে।
বর্তমানে শেরা ভারতের অন্যতম জনপ্রিয় সেলিব্রিটি দেহরক্ষী হিসেবে পরিচিত।
নিউজবাংলাদেশ.কম/এসবি