News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৩, ৮ আগস্ট ২০২৫

কেনিয়ায় এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, নিহত ৬

কেনিয়ায় এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, নিহত ৬

ছবি: সংগৃহীত

কেনিয়ার রাজধানী নাইরোবির কাছে একটি আবাসিক এলাকায় এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।  বৃহস্পতিবার (৭ আগস্ট) স্থানীয় সময় বিকেলে কাইম্বুর কাছে এই দুর্ঘটনা ঘটে। 

শুক্রবার (৮ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে,  স্থানীয় সময় দুপুর ২টা ১৭ মিনিটে নাইরোবির উইলসন বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বিমানটি। গন্তব্য ছিল সোমালিল্যান্ড। তবে বেলা ৩টার দিকে কাইম্বু এলাকায় একটি আবাসিক ভবনে বিমানটি বিধ্বস্ত হয়।

কাইম্বু কান্ট্রি কমিশনার হেনরি ওয়াফুলা জানান, ‘আমরা পাইলটসহ চারজনকে হারিয়েছি। যে বাড়িতে বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেখানেও দুজনের মৃত্যু হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক।’

দুর্ঘটনাস্থল থেকে এএফপি’র প্রকাশিত ছবিতে দেখা যায়, বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ ঘিরে উৎসুক জনতা ভিড় করেছেন। উদ্ধার তৎপরতায় কাজ করছে কেনিয়া রেডক্রস ও জরুরি সেবা সংস্থাগুলোর কর্মীরা।

আরও পড়ুন: ব্রিটিশ মন্ত্রীসভা থেকে পদত্যাগ করলেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা তাশা ওয়ানজিরা বলেন, ‘বিমানটি আকাশেই আগুন ধরে যায়, তারপর সেটি নিচে পড়ে যায়।’

দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত করা না গেলেও তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়