News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩০, ৮ আগস্ট ২০২৫

ব্রিটিশ মন্ত্রীসভা থেকে পদত্যাগ করলেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা

ব্রিটিশ মন্ত্রীসভা থেকে পদত্যাগ করলেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা

রুশনারা আলী। ছবি: সংগৃহীত

সমালোচনার মুখে যুক্তরাজ্যের গৃহহীন বিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। নিজের মালিকানাধীন টাউনহাউস থেকে ভাড়াটিয়াদের উচ্ছেদ করে এক লাফে ৭০০ পাউন্ড ভাড়া বাড়ানোর অভিযোগ ওঠার পর এই সিদ্ধান্ত নেন তিনি।

বৃহস্পতিবার (৭ আগস্ট) স্থানীয় সময় এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিট রুশনারা আলীর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে।

 বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি পূর্ব লন্ডনের একটি বাসা থেকে চার ভাড়াটিয়াকে উচ্ছেদের পাশাপাশি ভাড়া বৃদ্ধি করা হয় বলে অভিযোগ উঠে। যা ভাড়াটিয়া অধিকার সংক্রান্ত দেশটির আইনের পরিপন্থী বলে দাবি করে বিভিন্ন গণমাধ্যম। এ নিয়ে কড়া সমালোচনার মুখে পড়েন তিনি।

আরও পড়ুন: ঘানায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত: দুই মন্ত্রীসহ নিহত ৮

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি হিসেবে ২০১০ সালে নির্বাচিত হন রুশনারা আলী। এরপর থেকে লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস আসন থেকে টানা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়