News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৭, ৮ আগস্ট ২০২৫
আপডেট: ০৯:০৭, ৮ আগস্ট ২০২৫

১৫ সেপ্টেম্বর শুরু এনসিএলের দ্বিতীয় টি-টোয়েন্টি আসর, বাড়ানো হয়েছে ম্যাচ ফি

১৫ সেপ্টেম্বর শুরু এনসিএলের দ্বিতীয় টি-টোয়েন্টি আসর, বাড়ানো হয়েছে ম্যাচ ফি

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় আসর আগামী ১৫ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে। সিলেটে অনুষ্ঠিত প্রথম আসরের সফল আয়োজনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবারও টুর্নামেন্টটি আয়োজনের সব প্রস্তুতি নিয়েছে।

বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান, এবারের আসরে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানো হয়েছে। তিনি বলেন, ‘গতবার ওদের ম্যাচ ফি ছিল ২৫ হাজার, এবার সেটা ৪০ হাজার করা হয়েছে। অন্যান্য সুযোগ-সুবিধাও বাড়ানোর চেষ্টা করছি।’

এনসিএলের প্রথম আসর শেষে ক্রিকেটার ও দর্শকদের আগ্রহ ও প্রত্যাশা ছিল আরও বড় পরিসরে দ্বিতীয় আসর আয়োজনের। সেই ধারাবাহিকতায় এবার দলগুলোর সরঞ্জাম, ব্যবস্থাপনা ও শৃঙ্খলার দিকেও জোর দিচ্ছে বিসিবি।

আকরাম খান বলেন, ‘অনেক সময় দেখা যায় খেলোয়াড়রা অন্য দলের হেলমেট পরে খেলে। এবার প্রত্যেক দলকে হেলমেটসহ প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হবে। পুরো টুর্নামেন্টটা আমরা শৃঙ্খলার সঙ্গে করতে চাই।’

আরও পড়ুন: নারী ফুটবলে বাংলাদেশের ইতিহাস, ফিফা র‌্যাঙ্কিংয়ে রেকর্ড উন্নতি

বরিশাল বিভাগের বিষয়ে নেতিবাচক ঘটনা প্রসঙ্গে তিনি জানান, দলের নির্বাচক, কোচ ও ম্যানেজার নিয়ে খেলোয়াড়দের মধ্যে অসন্তোষ রয়েছে—এ নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘বরিশাল নিয়ে একটা নেতিবাচক সংবাদ এসেছিল। আজ নির্বাচক ও ম্যানেজারদের ডেকে আলোচনা করেছি যেন এরকম কিছু আর না ঘটে।’

খেলোয়াড়দের গণমাধ্যমে কথা বলা নিয়েও বিসিবি চিন্তিত। এ বিষয়ে আকরাম খান বলেন, ‘স্পন্সরদেরও দায়িত্ব আছে, তারা কীভাবে খেলোয়াড়দের সহায়তা করবে তা নিয়ে আলোচনা হয়েছে। গণমাধ্যমে কথা বলার ক্ষেত্রেও শৃঙ্খলা আনার চেষ্টা করছি। আন্তর্জাতিক মান বজায় রাখাই আমাদের লক্ষ্য। হয়তো এই বছর পুরোপুরি পারব না, তবে ধাপে ধাপে উন্নতির চেষ্টা চলছে।’

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়