News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪০, ১০ আগস্ট ২০২৫

৫ সাংবাদিককে হত্যার ছক, ফাঁস ছাত্রলীগের হোয়াটসঅ্যাপ চ্যাট

৫ সাংবাদিককে হত্যার ছক, ফাঁস ছাত্রলীগের হোয়াটসঅ্যাপ চ্যাট

ছবি: সংগৃহীত

ফেনীতে পাঁচ সাংবাদিকের ওপর পরিকল্পিত হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে। 

অভিযোগ অনুযায়ী, ‘একতাই শক্তি’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এই হামলার পরিকল্পনা করা হচ্ছিল। ঘটনাটি স্থানীয় সাংবাদিক মহলে ব্যাপক উদ্বেগের জন্ম দিয়েছে।

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ফেনী প্রতিনিধি জানান, সম্প্রতি প্রাপ্ত একাধিক স্ক্রিনশট থেকে জানা গেছে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে ছাত্রলীগের কয়েকজন সাবেক ও বর্তমান নেতা সাংবাদিকদের লক্ষ্য করে আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছিলেন এবং সরাসরি হামলার পরিকল্পনা করছিলেন। আলোচনায় পাঁচজন স্থানীয় সাংবাদিকের নামও উল্লেখ করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, গ্রুপে থাকা কয়েকজন সদস্য খোলাখুলিভাবে বলেছিলেন যে ‘সম্মান রক্ষায়’ সাংবাদিকদের ‘শিক্ষা দেওয়া’ দরকার। এসব মন্তব্যে উসকানিমূলক ভাষা ব্যবহারের পাশাপাশি হামলার সময় ও স্থান নিয়েও ইঙ্গিতপূর্ণ আলোচনা হয়।

স্থানীয় সাংবাদিকরা বলেন, এ ধরনের হামলার পরিকল্পনা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হুমকি। তারা দ্রুত তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। 

আরও পড়ুন: হানিট্র্যাপ চক্রের অপকর্মের ভিডিও করায় সাংবাদিক তুহিন হত্যা: জিএমপি কমিশনার

সাংবাদিক নেতারা আরও জানান, এর আগে গাজীপুরে অনুরূপ কায়দায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে, যা এখন ফেনীতেও পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জানতে চাইলে ফেনী জেলা পুলিশ সূত্র জানায়, এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক অভিযোগ তারা পাননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নজরে এসেছে এবং তা খতিয়ে দেখা হবে। পুলিশের এক কর্মকর্তা বলেন, সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ছাত্রলীগের কয়েকজন স্থানীয় নেতা অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের সংগঠনের কেউ এ ধরনের পরিকল্পনায় যুক্ত নয়। বরং এটি তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য ষড়যন্ত্র হতে পারে। 

তবে বাসস প্রতিনিধি জানাচ্ছেন, অভিযুক্তদের কয়েকজনের নাম ইতিমধ্যেই যাচাই-বাছাইয়ের প্রক্রিয়ায় রয়েছে।

ঘটনাটি সাংবাদিক মহলে আতঙ্কের সৃষ্টি করেছে। অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং পেশাগত দায়িত্ব পালনে শঙ্কা প্রকাশ করেছেন। 

গণমাধ্যমকর্মীরা বলছেন, সাংবাদিকদের ওপর হামলা বা হামলার পরিকল্পনা কেবল ব্যক্তিগত নয়, বরং পুরো গণতান্ত্রিক কাঠামো ও সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়