News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৩, ১০ আগস্ট ২০২৫

জাতীয় নির্বাচন ঘিরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার

জাতীয় নির্বাচন ঘিরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার

ফাইল ছবি

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন নিরাপত্তা, সাম্প্রতিক সহিংসতা ও সাংবাদিক হত্যাকাণ্ডের তদন্ত, এবং লুট হওয়া অস্ত্র উদ্ধারের কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকের পর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী একাধিক কঠোর পদক্ষেপ ও পরিকল্পনা ঘোষণা করেন।

রবিবার (১০ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত ওই বৈঠকে অংশ নেন মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। 

বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে, তবে নির্বাচনকালীন সহিংসতা প্রতিরোধে কড়া প্রস্তুতি নেওয়া হচ্ছে। 

তিনি মন্তব্য করেন, আমি এমনভাবে নির্বাচন করতে চাই, যাতে লোকজন মুখ ফিরিয়ে না নেন, বরং বলেন — ভাই, কেমন আছেন!

তিনি জানান, এবারের নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে তিনজন করে অস্ত্রধারী আনসার সদস্য থাকবে, একজন প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা ও বডি ক্যামেরা বসানো হবে, যাতে নিরাপত্তা পর্যবেক্ষণ আরও কার্যকর হয়।

নির্বাচনী বাজেট প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এই বরাদ্দ সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নয়; নির্বাচন কমিশন (ইসি) প্রয়োজন অনুযায়ী বাজেট নির্ধারণ করবে এবং খরচের জন্য নির্দিষ্ট অর্থ বরাদ্দ দেবে।

আরও পড়ুন: ৪৪ লাখ নতুন ভোটারের খসড়া তালিকা প্রকাশ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি জানান, এ ঘটনায় জড়িত অধিকাংশকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদেরও শিগগির ধরা হবে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর ১৫ দিনের মধ্যে মামলার চার্জশিট আদালতে দাখিলের লক্ষ্য রয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি আরও বলেন, জাতি হিসেবে আমরা অসহিষ্ণু হয়ে পড়েছি; ধৈর্যের অভাব ও সামাজিক অবক্ষয় এখন চোখে পড়ছে। আগে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আশপাশের মানুষ প্রতিবাদ করতেন, এখন অনেকেই মুখ ফিরিয়ে নেন।

জুলাই আন্দোলনের সময় ও পরবর্তী সহিংসতায় দেশের বিভিন্ন থানায় লুট হওয়া অস্ত্র উদ্ধারে শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানান উপদেষ্টা। 

অস্ত্রের সন্ধানদাতাকে নগদ পুরস্কার দেওয়ারও ঘোষণা দেন তিনি। এজন্য একটি কমিটি গঠন করে দুই-চার দিনের মধ্যে সার্কুলার জারি করা হবে।

এছাড়া বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ফেরানোর বিষয়টিও গুরুত্ব পায়। নির্বাচনের আগে ধারাবাহিক প্রশিক্ষণ, নিরাপত্তা মহড়া ও কর্মকর্তাদের দায়িত্ব লটারির মাধ্যমে বদলির মতো পদক্ষেপ বাস্তবায়ন করা হবে।

এদিকে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনগুলো দ্রুত বিচার, দোষীদের গ্রেফতার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে আহ্বান জানিয়েছে।

সবশেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের আগেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা, এবং লুট হওয়া অস্ত্র উদ্ধারের জন্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী এখন একযোগে মাঠে রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়