যুক্তরাষ্ট্রে গুলিবর্ষণ, শিশুসহ গুলিবিদ্ধ ৬

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে এক ভয়াবহ ‘মাস শুটিং’-এ ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন মাত্র পাঁচ বছরের একটি শিশু, যার হাতে গুলি লেগেছে, এবং একজন ৩৮ বছর বয়সী পুরুষ গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ বলছে, একাধিক রাউন্ড গুলি চালানো হয় এবং হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।
শনিবার (৯ আগস্ট) স্থানীয় সময় রাত প্রায় ৮টা ৪৫–৫০ মিনিটের দিকে উত্তর-পশ্চিম বাল্টিমোরের স্পল্ডিং অ্যাভিনিউ ও কুইন্সবেরি অ্যাভিনিউর মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তখন একদল মানুষ বাইরে বসে খাবার খাচ্ছিলেন। হঠাৎ করেই অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা তাদের দিকে গুলি চালিয়ে দেয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজন পুরুষ, একজন মহিলা এবং পাঁচ বছরের শিশুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে।
বাল্টিমোর পুলিশ কমিশনার রিচার্ড ওয়ারলি সংবাদ সম্মেলনে জানান, শিশুটির আঘাত প্রাণঘাতী নয়, তবে ৩৮ বছর বয়সী পুরুষটি সংকটাপন্ন অবস্থায় অস্ত্রোপচারে আছেন।
আরও পড়ুন: জম্মু-কাশ্মীরের কুলগামে বন্দুকযুদ্ধে দুই ভারতীয় সেনা নিহত
অন্য আহতরা হলেন ২৩ বছর বয়সী এক মহিলা, এবং ৩২, ৩৩ ও ৫২ বছর বয়সী তিনজন পুরুষ।
পুলিশ জানিয়েছে, তাদের আঘাত জীবনহানিকর না হলেও চিকিৎসা দেওয়া হচ্ছে।
কমিশনার ওয়ারলি বলেন, এ মুহূর্তে আমাদের কাছে খুব সামান্য তথ্য আছে; আমরা জানি শুধু যে একাধিক রাউন্ড গুলি চালানো হয়েছে এবং একাধিক ব্যক্তি আহত হয়েছেন।
পুলিশ এখনও সন্দেহভাজনকে শনাক্ত করতে পারেনি। ঘটনার উদ্দেশ্য জানা যায়নি—এটি লক্ষ্যভিত্তিক হামলা ছিল নাকি এলোমেলো গুলি চালানো, তা নির্ধারণে তদন্ত চলছে। হোমিসাইড ইউনিট ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করছে, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নিচ্ছে এবং এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকাটি সপ্তাহান্তে প্রাণবন্ত থাকে এবং প্রতিবেশীরা বাইরে বসে আড্ডা ও খাওয়া-দাওয়ায় অভ্যস্ত। কিন্তু শনিবার রাতের এই গুলির ঘটনায় আতঙ্ক নেমে এসেছে পুরো মহল্লায়। পুলিশ যেকোনো তথ্য প্রদানকারীর কাছে অনুরোধ করেছে, তারা যেন উত্তর জেলা গোয়েন্দা বিভাগের হটলাইনে যোগাযোগ করেন।
নিউজবাংলাদেশ.কম/পলি