‘শূন্য’ রিটার্ন দিলে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড: এনবিআর

ফাইল ছবি
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক স্বীকৃত ও কঠোর বার্তায় জানিয়েছে, বাংলাদেশে কোনো করদাতা ‘জিরো রিটার্ন’ নামে আয়কর রিটার্ন জমা দিতে পারবে না। করদাতাদের আয়, ব্যয়, সম্পদ ও দায়ের প্রকৃত তথ্য না দিয়ে রিটার্নে সব বা কোনো একটি তথ্য শূন্য দেখানো সম্পূর্ণ বেআইনি ও একটি ফৌজদারি অপরাধ।
রবিবার (১০ আগস্ট) প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানায় এনবিআর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ জুলাই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ব্যক্তিশ্রেণির করদাতারা তাদের বার্ষিক আয়কর রিটার্ন দাখিল করেন। এতে বছরের সঠিক আয়-ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য বাধ্যতামূলক। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে ‘জিরো রিটার্ন’ জমা দেওয়ার বিভ্রান্তিকর ধারণা দ্রুত ছড়িয়ে পড়ায় এনবিআর বিষয়টি কঠোরভাবে অস্বীকার ও সতর্ক করেছে।
আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩১২ ও ৩১৩ অনুসারে, করদাতা যদি রিটার্নে মিথ্যা, অসত্য বা শূন্য তথ্য প্রদান করেন, তবে তাকে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হতে পারে।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ জানান, একজন করদাতার জন্য তার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় রিটার্নে সঠিকভাবে প্রদর্শন করা তার নাগরিক ও আইনি দায়িত্ব। যদি করযোগ্য আয় না থাকে, কর দিতে হয় না, কিন্তু শূন্য তথ্য দেখিয়ে ‘জিরো রিটার্ন’ জমা দেওয়ার কোনো সুযোগ আইনেই নেই।
আরও পড়ুন: রেমিট্যান্স ও রপ্তানি বাড়ায় রিজার্ভের উত্থান
সম্প্রতি ফেসবুক, ইউটিউব ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন পোস্ট দেখা যাচ্ছে যেখানে সবাইকে ‘রিটার্নের সব ঘর শূন্য করে জমা দিতে’ উত্সাহিত করা হচ্ছে।
এনবিআর এ ধরনের প্রতারণামূলক পোস্ট সম্পর্কে সতর্ক করে বলেছে, এসব পোস্টের ফাঁদে পা দিয়ে কেউ আইনত জরিমানা ও কারাদণ্ডের মুখোমুখি হতে পারে।
গত অর্থবছরে প্রায় ১৭ লাখ করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন, যেখানে প্রায় ৭০ শতাংশ করদাতা কর দেননি, কিন্তু সঠিক তথ্য প্রদর্শন করে রিটার্ন জমা দিয়েছেন। বর্তমানে মোট কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) প্রায় ১ কোটি ১২ লাখ। তাদের মধ্যে বছরে প্রায় ৪০ লাখ করদাতা নিয়মিত রিটার্ন জমা দেন। চলতি অর্থবছর থেকে সকল করদাতাকে বাধ্যতামূলকভাবে অনলাইনে রিটার্ন জমা দিতে হবে।
এনবিআর আশা প্রকাশ করেছে, সকল করদাতা দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রকৃত আয়-ব্যয়, সম্পদ ও দায় রিটার্নে সঠিকভাবে প্রদর্শন করবেন এবং দেশের উন্নয়নে গর্বের অংশীদার হবেন। একইসাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভুল তথ্যের ফাঁদে না পড়ার জন্য করদাতাদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি