News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৫৯, ১০ আগস্ট ২০২৫

টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে ভর্তুকি মূল্যে তেল-চিনি-ডাল বিক্রি শুরু

টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে ভর্তুকি মূল্যে তেল-চিনি-ডাল বিক্রি শুরু

ফাইল ছবি

দেশের বিভিন্ন শহর ও জেলায় ভ্রাম্যমাণ ট্রাকে ভর্তুকি মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। 

রাজধানী ঢাকায় ৬০টি ভ্রাম্যমাণ ট্রাক ১০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত (শুক্রবার ব্যতীত) প্রতিদিন সাধারণ মানুষের কাছে পণ্য সরবরাহ করবে। 

এছাড়া চট্টগ্রাম মহানগরীতে ২৫টি, গাজীপুরে ৬টি, কুমিল্লায় ৩টি, ঢাকা জেলায় ৮টি, কুমিল্লা জেলায় ১২টি, ফরিদপুরে ৪টি, পটুয়াখালী ও বাগেরহাটে প্রতিটি জেলায় ৫টি করে ট্রাক ১০ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত পণ্য বিক্রি করবে।

টিসিবির উপপরিচালক মো. শাহাদাত হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিটি ট্রাক থেকে দৈনিক ৫০০ জন ভোক্তা ২ লিটার ভোজ্যতেল ২৩৫ টাকা, ১ কেজি চিনি ৮০ টাকা এবং ২ কেজি মসুর ডাল ১৪০ টাকায় কিনতে পারবেন। এছাড়া, স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা আগের মতোই আরও সাশ্রয়ী মূল্যে এসব পণ্য পাবেন।

আরও পড়ুন: তুরস্ক থেকে ২৫ হাজার টন চিনি আমদানি, ব্যয় ১৭৬ কোটি টাকা

বিজ্ঞপ্তিতে বলা হয়, যে কোনো ভোক্তা জাতীয় পরিচয়পত্র দেখিয়ে ট্রাক থেকে পণ্য ক্রয় করতে পারবেন। টিসিবির এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্রয়ক্ষমতা বৃদ্ধি এবং বাজারে মূল্যস্ফীতির প্রভাব কমানো হবে।

গতবছর অক্টোবর থেকে ডিসেম্বরে টিসিবি রাজধানী ঢাকাসহ কয়েকটি এলাকায় এ ধরনের ট্রাক বিক্রি কার্যক্রম চালিয়েছিল। তবে ৩১ ডিসেম্বর থেকে এটি বন্ধ হয়ে যায়। ফেব্রুয়ারিতে রমজান উপলক্ষ্যে আবারও শুরু হলেও পরে স্থায়ী হয়নি।

টিসিবি জানায়, বর্তমানে স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের জন্য বিশেষ প্যাকেজ চালু রয়েছে, যেখানে প্রতি কার্ডধারী ৫ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল ও ১ কেজি চিনি নির্দিষ্ট ভর্তুকি মূল্যে কিনতে পারেন। এই প্যাকেজের মূল্য ৫৪০ টাকা।

টিসিবির এই পদক্ষেপ বাজারে নিয়ন্ত্রণ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নেয়া হয়েছে। তবে কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যাপ্ত স্টক সরবরাহ ও নিরাপত্তার ব্যবস্থা করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়