‘শালিক বালিকা’ নাটকে ঝড় তুললো ইয়াশ-তটিনী

ছবি: সংগৃহীত
ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী তাদের অভিনয় দক্ষতায় দর্শকের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন। সম্প্রতি বেসরকারি টেলিভিশন মাছরাঙার ১৪ বছর পূর্তির শুভঅবসরে নির্মিত নাটক ‘শালিক বালিকা’তে তাদের অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছে।
নাটকটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন মাহমুদ মাহিন, যিনি দীর্ঘদিন ধরে মাছরাঙা টেলিভিশনের সঙ্গে যুক্ত।
নাটকে ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী ছাড়াও অভিনয় করেছেন আজম খান, আশরাফ টুলু, নাঈমা নিশো, নাজিরী সাগর ও সাব্বির আহমেদসহ অনেকে। নাটকের বিষয়বস্তু ও চরিত্রায়ন দর্শকের কাছে গভীর ছাপ ফেলেছে।
ইয়াশ রোহান বলেন, দর্শকের ভালোবাসার জন্যই তটিনীর সঙ্গে সর্বাধিক নাটকে কাজ করার সুযোগ পেয়েছি। দর্শকরা আমাদের জুটিকে এতটা ভালোবেসে আমাদের প্রতি নির্মাতারা নানা ধরনের গল্প নিয়ে কাজ করে যাচ্ছেন। ‘শালিক বালিকা’ সেই ধারাবাহিকতারই একটি অংশ, যা দর্শকের প্রত্যাশা পূরণ করেছে।
অভিনেত্রী তটিনীও একই মনোভাব প্রকাশ করেন এবং বলেন, নাটকটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিতে পেরে আমরা আনন্দিত। এমন ভালো প্রতিক্রিয়া পেয়ে কাজের প্রতি উৎসাহ বাড়ে।
আরও পড়ুন: এবার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে ‘আলী’
‘শালিক বালিকা’ নাটকটি মাছরাঙা টেলিভিশনে সম্প্রচারিত হওয়ার পর স্বল্প সময়ের মধ্যে সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। ইউটিউব প্ল্যাটফর্মে নাটকটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং সেখানে নাটকটি শীর্ষ জনপ্রিয়তার তালিকায় রয়েছে। বিশেষ করে ইয়াশ-তটিনী জুটির অভিনয় অনিন্দ্য প্রশংসা কুড়াচ্ছে।
দেশের শীর্ষস্থানীয় বিনোদন সংবাদমাধ্যমগুলো থেকে পাওয়া তথ্যানুযায়ী, ‘শালিক বালিকা’ নাটকটি সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে নির্মিত একটি গল্প, যা দর্শকের আবেগকে স্পর্শ করেছে। নাটকের বিভিন্ন চরিত্র জীবনদর্শনের নানা দিক তুলে ধরেছে, যা তরুণ প্রজন্মের মধ্যে বিশেষ গ্রহণযোগ্যতা পেয়েছে। নির্মাতা মাহমুদ মাহিন তার পূর্ববর্তী কাজ ‘ভালো থেকো’ নাটকে দর্শকের প্রশংসা অর্জনের পর ‘শালিক বালিকা’ নির্মাণে আরও মনোযোগী হয়েছেন বলে জানা গেছে।
এছাড়া, নাটকের অন্যান্য চরিত্রে অভিনয়কারীদের পারফরম্যান্সও প্রশংসিত হয়েছে। আজম খান ও আশরাফ টুলুদের অভিনয় নাটকের গুণগত মানকে আরও সমৃদ্ধ করেছে। নাঈমা নিশো ও নাজিরী সাগরের সমর্থনেও নাটকটির চরিত্রগুলো প্রাণবন্ত হয়ে উঠেছে।
প্রেক্ষাপট হিসেবে মাছরাঙা টেলিভিশনের দীর্ঘদিনের অবদানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বহু দর্শক ও সমালোচক ‘শালিক বালিকা’কে টেলিভিশন নাটকের একটি মানসম্পন্ন প্রয়াস হিসেবে অভিহিত করেছেন।
ইয়াশ রোহান বলেন, আমরা আগামী দিনগুলোতেও দর্শকের ভালোবাসার প্রত্যাশায় নতুন নাটকে কাজ করে যাব।
তটিনীও একই প্রতিশ্রুতি দিয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/পলি