৪৪ লাখ নতুন ভোটারের খসড়া তালিকা প্রকাশ

ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে নির্বাচন কমিশন (ইসি) রবিবার সারা দেশের উপজেলা ও থানা নির্বাচন অফিসে ভোটার তালিকা হালনাগাদের সম্পূরক খসড়া তালিকা প্রকাশ করেছে।
এতে প্রায় ৪৪ লাখের বেশি নতুন ভোটার যুক্ত হয়েছে এবং প্রায় ২১ লাখ মৃত ভোটারের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে।
এদিন ইসি জানিয়েছে, সংশ্লিষ্ট উপজেলা ও থানা কার্যালয়ে সম্পূরক খসড়া ভোটার তালিকা টানিয়ে রাখা হয়েছে। যে কোনো তথ্যের ভুল বা ত্রুটি থাকলে সংশোধনের জন্য ভোটাররা আগামী ২১ আগস্ট ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন। একই সময়সীমায় যোগ্য ভোটার অন্তর্ভুক্তি, অযোগ্য বা মৃত ব্যক্তির নাম কর্তন এবং ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ করা হবে।
এমতাবস্থায় ভোটারদের সংশোধন ও আপত্তি নিষ্পত্তির জন্য আবেদনসমূহ ২৪ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা ও থানা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসার দ্বারা সমাধান করা হবে। এরপর অন্যান্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ৩১ আগস্ট ২০২৫ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
নতুন এই সম্পূরক তালিকায় রয়েছে ৪৪,০০০,০০০ (প্রায় সাড়ে ৪৪ লাখ) নতুন ভোটার, যারা ২০০৭ সালের ১ জানুয়ারি থেকে ২০১৮ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণকারী বা পূর্বে ভোটার হওয়ার সুযোগ পায়নি।
আরও পড়ুন: ভোটার হতে ৫০ হাজার প্রবাসীর আবেদন, চলছে ৯ দেশে কার্যক্রম
ইতিমধ্যে ২১,৭৬,৮১৪ জন মৃত ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ২০,৫৪,৬৬৫ জনের নাম তালিকা থেকে কর্তন করা হয়েছে।
এছাড়া, যাদের বয়স ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত ১৮ বছর পূর্ণ হবে, তাদেরও নির্বাচন কমিশন পরবর্তীতে আরেকটি সম্পূরক তালিকা প্রকাশ করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করবে।
বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জনের বেশি। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫, নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৫, এবং হিজড়া (তৃতীয় লিঙ্গ) ভোটার রয়েছেন ৯৯৪ জন।
এ বছরের ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয় গত ২০ জানুয়ারি থেকে, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে। ২৫ মে পর্যন্ত মোট ৬৫ লাখ ৫৬ হাজার ৫৯৫ জনের তথ্য সংগ্রহ করা হয়, যার মধ্যে ৬১ লাখ ৮৮ হাজার ৪৩ জন নিবন্ধন সম্পন্ন করেছেন।
নির্বাচন কমিশন জানায়, আগামী ৩১ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকে ভোটাররা নির্দিষ্ট স্থানে গিয়ে নিজের তথ্য যাচাই-বাছাই করতে পারবেন এবং কোনো প্রয়োজনীয় সংশোধন করতে পারবেন।
নিউজবাংলাদেশ.কম/পলি