News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০৩, ৯ আগস্ট ২০২৫

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় আরও দুইজন গ্রেফাতার

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় আরও দুইজন গ্রেফাতার

ছবি: সংগৃহীত

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় আরও দুইজনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ নিয়ে মামলায় মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) রাত থেকে শনিবার ভোর পর্যন্ত গাজীপুর ও ময়মনসিংহের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- কেটু মিজান, তার স্ত্রী গোলাপী বেগম, সুমন, আল আমিন, স্বাধীন, শাহ জালাল ও ফয়সাল হাসান। এদের মধ্যে কেটু মিজান ও গোলাপী বেগমকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে, সুমনকে রাজধানীর উত্তরা থেকে, আল আমিনকে হোতাপাড়া থেকে, স্বাধীন ও শাহ জালালকে ময়মনসিংহের গফরগাঁও থেকে এবং ফয়সাল হাসানকে নগরীর চান্দনা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: স্বামী-স্ত্রীসহ চারজন গ্রেফতার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জাহিদ হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তুহিন পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়