News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১৬, ৯ আগস্ট ২০২৫

ভোটে আইনশৃঙ্খলা চ্যালেঞ্জ মোকাবিলায় ইসি প্রস্তুত: সিইসি

ভোটে আইনশৃঙ্খলা চ্যালেঞ্জ মোকাবিলায় ইসি প্রস্তুত: সিইসি

সিইসি এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে।

শনিবার (৯ আগস্ট) রংপুর বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার পরে তিনি এ কথা জানান।

সিইসি বলেন, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে। বিগত নির্বাচনে যারা জড়িত ছিল, তাদের বাদ দিয়ে নতুন লোকজনকে নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত করা হবে।

তিনি বলেন, জাতির কাছে দেওয়া ‘সুষ্ঠু নির্বাচন’ এর প্রতিশ্রুতি রক্ষা করতেই কমিশন কাজ করছে। পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো এআই প্রযুক্তির মাধ্যমে হওয়ায় সেটি মোকাবিলা করার চেষ্টা চলছে।

আরও পড়ুন: ঢাবির হলগুলোতে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

নাসির উদ্দিন আরও বলেন, নির্বাচন কমিশন কারও পক্ষে বা বিপক্ষে কাজ করবে না; তারা দেশের ১৮ কোটি মানুষের হয়ে কাজ করবে। ভোট দেওয়া নাগরিক দায়িত্বের পাশাপাশি ঈমানি দায়িত্বও বটে।

তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্বচ্ছ ও সুন্দরভাবে পরিচালনার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়