বাংলাদেশি প্রবাসীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করল মালয়েশিয়া

ছবি: সংগৃহীত
দীর্ঘদিনের দাবি মেটিয়ে মালয়েশিয়া সরকার বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) চালু করেছে।
শুক্রবার (৮ আগস্ট) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, বৈধ পিএলকেএস ধারকদের জন্য এই সুবিধা চালু করা হয়েছে। আন্তর্জাতিক প্রবেশপথগুলোতে ইমিগ্রেশন বিভাগ এটি সমন্বয় করবে এবং আগামী বছরের পিএলকেএস বর্ধিত করার প্রক্রিয়ার অংশ হিসেবে এমইভি প্রদান করা হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, এটি অভিবাসী কর্মীদের দেশের ভিতরে ও বাইরে যাতায়াতের সুবিধা বাড়াবে, ইমিগ্রেশন পাসের অপব্যবহারের ঝুঁকি কমাবে এবং বিভিন্ন দেশের মালয়েশিয়ার মিশনগুলোতে নতুন ভিসা আবেদনের চাপ কমাবে।
বাংলাদেশি শ্রমিকরা এখন থেকে মালয়েশিয়ায় অবস্থানকালে বিভিন্ন প্রয়োজনে দেশে আসা-যাওয়া সহজে করতে পারবেন। গত ১৫ জুলাই বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ায় ফেসবুকে এই সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছিল।
আরও পড়ুন: ভোটে আইনশৃঙ্খলা চ্যালেঞ্জ মোকাবিলায় ইসি প্রস্তুত: সিইসি
এটি বাংলাদেশের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলাফল। গত মে মাসে একটি প্রতিনিধিদল মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এই বিষয়ে আলোচনার পর ১০ জুলাই পরিপত্র জারি হয়।
বর্তমানে মালয়েশিয়া ১৫টি দেশ থেকে শ্রমিক নেয়, কিন্তু বাংলাদেশিদের জন্য আগে শুধুমাত্র সিঙ্গেল এন্ট্রি ভিসা থাকায় নানা অসুবিধার সম্মুখীন হতে হতো। এমইভি চালুর ফলে বাংলাদেশি শ্রমিকদের যাতায়াতের সুযোগ ও ভ্রমণ সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি