হানিট্র্যাপ চক্রের অপকর্মের ভিডিও করায় সাংবাদিক তুহিন হত্যা: জিএমপি কমিশনার

ছবি: সংগৃহীত
গাজীপুরে সাংবাদিক তুহিনকে হানিট্র্যাপ চক্রের অপকর্মের ভিডিও ধারণের কারণে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. মো. নাজমুল করিম খান। দ্রুত সময়ের মধ্যেই আসামিদের বিচার নিশ্চিত করা হবে বলেও তিনি জানান।
শনিবার (৯ আগস্ট) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন জিএমপি কমিশনার।
জিএমপি কমিশনার জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে এ হত্যাকাণ্ডে আটজনের সম্পৃক্ততা পাওয়া গেছে। এর মধ্যে সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- প্রধান আসামি কেটু মিজান (১৫টি মামলা), তার স্ত্রী পারুল আক্তার ওরফে গোলাপি (হানিট্র্যাপ সদস্য), আল আমিন (২টি মামলা), স্বাধীন (২টি মামলা), শাহজালাল (৮টি মামলা), ফয়সাল হাসান এবং সাব্বির (২টি মামলা)। পলাতক রয়েছেন আরমান, যাকে গ্রেফতারে অভিযান চলছে।
আরও পড়ুন: শেরপুরে অসুস্থ স্ত্রীকে জীবন্ত কবর দেয়ার চেষ্টার ভিডিও ভাইরাল
জিএমপি কমিশনার জানান, আসামিদের গ্রেফতার ছাড়াও হত্যার অস্ত্র উদ্ধার, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণ তাদের হাতে রয়েছে। ভিডিওগুলো ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছে এবং পিএম রিপোর্ট পেলে দ্রুত চার্জশিট দেওয়া হবে।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর অসংখ্য গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। পেটের দায়ে অনেকেই অপরাধে জড়িয়ে পড়ছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি